ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় জাবি ছাত্রী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ নভেম্বর ২০২৪, ২২:৩১, আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ২২:৩৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নামে প্রথম বর্ষের এক ছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাচি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩তম ব্যাচের (২০২৩-২৪ সেশন) শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি শেরপুরে। তিনি ঢাকার ধানমন্ডি এলাকায় থাকতেন।
খোঁজ নিয়ে জানা যায়, রাত ৭টায় নতুন কলা ভবনের সামনে থেকে হেঁটে যাওয়ার সময় পাশ থেকে রিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সাভারের বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো: ইউসুফ। তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি মুখে মারাত্মকভাবে আঘাতে পেয়েছেন।
এ ঘটনার পর অভিযুক্ত রিকশাচালককে এখনো আটক করা যায়নি। তবে, তাকে শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।