বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ২২:৪৪
বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানিয়েছেন এ আন্দোলনকারী শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ।
নূর মোহাম্মদ বলেন, `চলমান ‘বারাসাত ব্যারিকেড’ নামক কর্মসূচির অংশ হিসেবে কাল ক্যাম্পাসে অবস্থান করবো। সন্ধ্যা ৮টা পর্যন্ত আমরা কয়েকজন সচিবালয়ে ছিলাম।’
তিনি বলেন, সেখানে আমাদের বলা হয়েছে একটা কমিটি গঠন করে দেবেন। পরে যখন দেখি দিচ্ছে না তখন আবার জানতে চাইলে আমাদের জানানো হয় চারজন উপদেষ্টা এ বিষয়ে আমাদের সাথে বসবেন।’
মঙ্গলবার আবার শিক্ষার্থীদের মন্ত্রণালয় থেকে ডাকা হবে বলে জানান তিনি।
সোমবার সকাল ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
পরে রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিকেলে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘তিতুমীর কলেজের ভাই-বোনদের আমরা বলবো আপনারা শান্ত হোন। আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সাত কলেজের ভাই-বোনদের সাথে তো এক ধরনের কনসালটেশন হচ্ছে। কথা হচ্ছে। আমরা মনে করি এটারও আশু সমাধান হবে।’
সূত্র : বিবিসি