২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের 'বারাসাত ব্যারিকেড' কর্মসূচি

- ছবি : সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমীর কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা।

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্যাম্পাসে অবস্থান করবেন বলে জানিয়েছেন এ আন্দোলনকারী শিক্ষার্থী নায়েক নূর মোহাম্মদ।

নূর মোহাম্মদ বলেন, `চলমান ‘বারাসাত ব্যারিকেড’ নামক কর্মসূচির অংশ হিসেবে কাল ক্যাম্পাসে অবস্থান করবো। সন্ধ্যা ৮টা পর্যন্ত আমরা কয়েকজন সচিবালয়ে ছিলাম।’

তিনি বলেন, সেখানে আমাদের বলা হয়েছে একটা কমিটি গঠন করে দেবেন। পরে যখন দেখি দিচ্ছে না তখন আবার জানতে চাইলে আমাদের জানানো হয় চারজন উপদেষ্টা এ বিষয়ে আমাদের সাথে বসবেন।’

মঙ্গলবার আবার শিক্ষার্থীদের মন্ত্রণালয় থেকে ডাকা হবে বলে জানান তিনি।

সোমবার সকাল ১২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা।

পরে রাতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কাল অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি থাকবে। কোনো ক্লাস, পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বিকেলে এক সংবাদ সম্মেলনে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, ‘তিতুমীর কলেজের ভাই-বোনদের আমরা বলবো আপনারা শান্ত হোন। আপনাদের সাথে অবশ্যই কথা হবে। সাত কলেজের ভাই-বোনদের সাথে তো এক ধরনের কনসালটেশন হচ্ছে। কথা হচ্ছে। আমরা মনে করি এটারও আশু সমাধান হবে।’

সূত্র : বিবিসি


আরো সংবাদ



premium cement
ফ্যাসিস্ট হা‌সিনা ও তার দোসর‌দের বিচার ছাড়া কোনো নির্বাচন নয় বিসিএলে চতুর্থ সেঞ্চুরিয়ান মুর্শিদা টেস্ট ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল জিম্বাবুয়ে রাষ্ট্রের আগে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন : রাষ্ট্রদূত মুশফিক কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার মোবাইল ফোন ও সিএনজি জব্দ বিপ্লবের মাধ্যমে আসা সরকার ম্যান্ডেট নিয়ে চিন্তিত না : উপদেষ্টা রিজওয়ানা নাশকতাকারী কোনোভাবেই দেশপ্রেমিক হতে পারে না : ধর্ম উপদেষ্টা ‘মানবজাতির প্রকৃত নৈতিকতার পূর্ণতা স্রষ্টার বিধানেই সম্ভব’ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে রাশিয়ার হুঁশিয়ারি পাকিস্তান সরকারকে সংলাপের সময়সীমা বেঁধে দিচ্ছে ইমরান খানের দল আনুপাতিক হারে নির্বাচন নিয়ে জনগণের কোনো ধারণা নেই : রিজভী

সকল