তিতুমীর কলেজের ইস্যুটির দ্রুতই সমাধান হবে : প্রধান উপদেষ্টার প্রেস সচিব
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ নভেম্বর ২০২৪, ২১:৫২
তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে চলমান আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনা করা হবে। এর একটি আশু সমাধান হবে।
তিনি বলেন, আমরা মনে হয়, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের শান্ত হওয়া দরকার। তাদের সাথে অবশ্যই কথা বলবে সরকার। সাত কলেজের সবার সাথে এক ধরনের আলোচনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
সোমবার (১৮ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
নতুন উপদেষ্টার নিয়োগের বিষয়ে প্রেস সচিব বলেন, মানুষ মতামত দিচ্ছে আমরা দেখছি।
শ্রমিক অসন্তোষ নিয়ে তিনি বলেন, আমরা সবার সাথে কথা বলে ১৮ দফা নির্ধারণ করেছি। এর ফলে এখন দু’য়েকটি কারখানা ছাড়া তেমন একটা সমস্যা নেই। এর প্রতিফলন রফতানিতেও দেখেছি। গত মাসে প্রায় ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
আল-জাজিরার সাক্ষাৎকারকে উদ্বৃত করে নির্বাচন নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তার বক্তব্যেই নির্বাচন চার বছরের মধ্যে বা কম না বেশি সময়ে হবে তা তিনিই স্পষ্ট করেছেন। আমাদের আর নতুন করে স্পষ্ট করার কিছু নেই। পুরো সাক্ষাৎকারটি দেখারও পরামর্শ দেন তিনি। ভালো মতো না শুনে নিউজের শিরোনাম দেয়া হচ্ছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উপসচিব অপূর্ব জাহাঙ্গীর ও আবুল কালাম আজাদ।
সূত্র : ইউএনবি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা