১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

অপহরণের নাটক সাজিয়ে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টা, আটক ২

অপহরণের নাটক সাজিয়ে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টা, আটক ২ - সংগৃহীত

অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দু’জনকে আটক করেছে ডিবি।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভিকটিম মো: মুছা শিকদার (২৮) ও তার সহযোগী মো: পারভেজকে (২০) ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো: মুছা শিকদার নিখোঁজ হন। তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরো জানানো হয়, মো: মুছা শিকদার নারায়নগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার থেকে সেই টাকা যোগাড় করার জন্য তিনি নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান। পরে তার পরিচিত পারভেজকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকে এবং হুমকি দেয় যে টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দার ওয়ারী বিভাগ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।
সূত্র : ডিএমপি নিউজ


আরো সংবাদ



premium cement