০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ন ১৪৩১,
`

অপহরণের নাটক সাজিয়ে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টা, আটক ২

অপহরণের নাটক সাজিয়ে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টা, আটক ২ - সংগৃহীত

অপহরণের নাটক সাজিয়ে আত্মগোপন করে বাবার থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে ছেলেসহ দু’জনকে আটক করেছে ডিবি।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ ঘটনায় অপহরণ নাটকের কথিত ভিকটিম মো: মুছা শিকদার (২৮) ও তার সহযোগী মো: পারভেজকে (২০) ডিবি হেফাজতে নেয়া হয়েছে।

গোয়েন্দা ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর ছনটেক এলাকা থেকে মো: মুছা শিকদার নিখোঁজ হন। তার ভাই মাহাবুব আলম ২৬ অক্টোবর যাত্রাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্রে আরো জানানো হয়, মো: মুছা শিকদার নারায়নগঞ্জে একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন। ঋণ পরিশোধের জন্য তার কয়েক লাখ টাকার প্রয়োজন হয়। কৌশলে তার বাবার থেকে সেই টাকা যোগাড় করার জন্য তিনি নিজেই আত্মগোপন করে অপহরণের নাটক সাজান। পরে তার পরিচিত পারভেজকে দিয়ে তার বাবার কাছে টাকা চাইতে থাকে এবং হুমকি দেয় যে টাকা না দিলে মুছাকে হত্যা করা হবে। এরই একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার আসল রহস্য উদঘাটন করে গোয়েন্দার ওয়ারী বিভাগ।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে ডিবি।
সূত্র : ডিএমপি নিউজ


আরো সংবাদ



premium cement
এরা সিনিয়র দলকেও বিশ্বকাপে নিতে পারবে : কোচ শুভ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ উপদেষ্টা ফারুক ই আজমের সাথে জাতিসঙ্ঘের গোয়েন লুইসের সাক্ষাৎ বিপিএল থিম গ্রাফিতি ও থিম সং প্রকাশ ইসলামিক ফাউন্ডেশনের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত সেনাসদস্যদের দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : সেনাপ্রধান এক বিজয় অর্জন করেছো, আরেক বিজয় আসবে : শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টা জবির ঐক্যের মঞ্চে থাকবেন হাসনাত-রাকিব-মঞ্জুরসহ ১২ সংগঠনের নেতা প্রধান উপদেষ্টার সংলাপে যাবেন বিএনপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল লেবাননে যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্রিকেটার নিহত

সকল