আউটসোর্সিং কর্মীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৯ অক্টোবর ২০২৪, ১২:০৫, আপডেট: ১৯ অক্টোবর ২০২৪, ১৫:১৩
সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ মোড়। চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে দেখা যাচ্ছে হাজার হাজার কর্মীকে।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কর্মসূচি পালন করেন তারা। এ সময় আন্দোলনকারীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন শাহবাগ চত্বর।
এ সময় তারা ‘ড. ইউনূসের বাংলায় বৈষম্যের ঠাঁয় নাই’, ‘ব্রিটিশদের দাসত্ব ভেঙে দাও’সহ বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১০টার দিকে কয়েক শ’ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
এদিকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অন্দোলন চলবে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা