তাঁতীবাজারে পূজামণ্ডপে বোতল নিক্ষেপ-ছুরিকাঘাত
- নয়া দিগন্ত অনলাইন
- ১১ অক্টোবর ২০২৪, ২৩:০১
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপের পাশে এক নারীর চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীরা পেট্রোলবোমা সদৃশ্য একটি বোতল ছুড়ে মারেন। তবে সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় তিন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।
পুলিশ বলছে, এ ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চারজন আহত হয়েছে। তারা হলেন- ঝন্টু (৪৫), সাগর (৩৮), খোকন (৩৫) ও বৃত্ত (২৬)। প্রাথমিক চিকিৎসার জন্য তাদের ঘটনাস্থল থেকে মিটফোর্ড হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা চলছে।
এ বিষয়ে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, তিনজনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের ফুটেজ নিয়ে পর্যালোচনা চলছে আসলে ঘটনা কী। তবে এখনো আমরা স্পট না এটি ছিনতাই নাকি অন্য কোনো ঘটনা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা