২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও গণপরিবহনের যাত্রীরা

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও গণপরিবহনের যাত্রীরা - সংগৃহীত

গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে নগর জীবন বিপর্যস্ত হলেও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

এদিন সকালে ঢাকার কোথাও বৃষ্টি না হওয়ায় ও রোদের দেখা মেলায় শিক্ষার্থী ও যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

লোকজন বিশেষ করে অফিসগামী, কর্মজীবী ও শিক্ষার্থীদের সকাল থেকেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে গুলশানে যেতে মৌচাক মোড়ে গাড়ির অপেক্ষা করতে থাকা বেসরকারি কর্মজীবী আল-আমিন সিকদারের সাথে আলাপকালে বলেন, ‘গত দুই দিন ধরে ঢাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সকালে বৃষ্টি না হওয়ায় ভালো লাগছে।’

অল্প বৃষ্টিতেই নগরীর নিচু এলাকার রাস্তা ও অলিগলিতে পানি জমে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল-আমিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মোবাইল ফোনে বলেন, দিনের বেলায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তবে রাতে (রোববার) বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টিতে শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হওয়ায় নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে গ্রিন রোড, ধানমন্ডি, মালিবাগ, মৌচাক, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়কগুলো ডুবে যায়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
বেতন পেয়ে অবরোধ প্রত্যাহার করলেন বেক্সিমকোর শ্রমিকরা কপ২৯ সম্মেলনে অনুদানভিত্তিক অর্থ বরাদ্দের আহ্বান পরিবেশ উপদেষ্টার শিক্ষা প্রশাসনে ফের রদবদল, ৪৬ কর্মকর্তাকে পদায়ন এখন পর্যন্ত বড় কোনো পদক্ষেপ নেই : রোহিঙ্গা বিষয়ক প্রতিনিধি স্পেন অবৈধ অভিবাসীদের বসবাস ও কাজের অনুমতি দেবে ঢাবিতে চলতি মাসেই চালু হচ্ছে শাটল বাস সার্ভিস আসামের করিমগঞ্জের নাম বদলে ‘শ্রীভূমি’ হয়ে গেল ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশ-ভারত বৈঠক পাকিস্তানে যাত্রীবাহী গাড়িতে বন্দুকধারীদের গুলিতে নিহত অন্তত ৩৮ বিচারের পর আ’লীগকে নির্বাচন করতে দেয়া হবে : ড. ইউনূস সিরাজগঞ্জে সাবেক পিপি ৫ দিনের রিমান্ডে

সকল