২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও গণপরিবহনের যাত্রীরা

বৃষ্টিহীন সকালে স্বস্তিতে শিক্ষার্থী ও গণপরিবহনের যাত্রীরা - সংগৃহীত

গত দুই দিন ধরে টানা বৃষ্টিতে নগর জীবন বিপর্যস্ত হলেও সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারে পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে।

এদিন সকালে ঢাকার কোথাও বৃষ্টি না হওয়ায় ও রোদের দেখা মেলায় শিক্ষার্থী ও যাত্রীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।

লোকজন বিশেষ করে অফিসগামী, কর্মজীবী ও শিক্ষার্থীদের সকাল থেকেই গন্তব্যে ছুটতে দেখা গেছে।

সকালে গুলশানে যেতে মৌচাক মোড়ে গাড়ির অপেক্ষা করতে থাকা বেসরকারি কর্মজীবী আল-আমিন সিকদারের সাথে আলাপকালে বলেন, ‘গত দুই দিন ধরে ঢাকায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সকালে বৃষ্টি না হওয়ায় ভালো লাগছে।’

অল্প বৃষ্টিতেই নগরীর নিচু এলাকার রাস্তা ও অলিগলিতে পানি জমে দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

দীর্ঘ দিনের এ সমস্যা সমাধানে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আল-আমিন।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক মোবাইল ফোনে বলেন, দিনের বেলায় বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, তবে রাতে (রোববার) বৃষ্টি হতে পারে।

টানা বৃষ্টিতে শুক্রবার ও শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হওয়ায় নগর জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

শুক্রবার দুপুর ১টা থেকে শনিবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে গ্রিন রোড, ধানমন্ডি, মালিবাগ, মৌচাক, নিউমার্কেট, মিরপুরসহ বিভিন্ন এলাকার সড়কগুলো ডুবে যায়।
সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement