বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০২০, ০৮:২৯, আপডেট: ০১ আগস্ট ২০২০, ১২:০৯
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন মুয়াজ্জিন হাফেয ক্বারী কাজী মাসুদুর রহমান।
চলমান করোনা ভাইরাসের বিরূপ বাস্তবতায়ও যথাযথ মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত হয়। সারা দেশেই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
বায়তুল মোকাররমে জামাত শেষে খুতবা পেশ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি সম্প্রতি বৈশ্বিক করোনা ভাইরাসে আক্রান্ত ও নিহতদের জন্য দোয়া করা হয়।
একইসঙ্গে মোনাজাতে বিশ্ব উম্মতে মোহাম্মদির গুনাহ মাফ চাওয়া, সব মৃতব্যক্তির কবরের আজাব মাফ চাওয়াসহ সব ধরনের বিপদ থেকে দেশকে মুক্ত রাখার জন্য দোয়া করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা