২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

ঢাকায় কোথায় কখন ঈদের জামাত - সংগৃহীত

সোমবার ঈদ। এরইমধ্যে রাজধানীসহ সারাদেশে ঈদুল আযহা উদযাপনের সব প্রস্তুতি শেষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতিবারের মত সোমবারও (১২ আগস্ট) ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়।

এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি সকাল ৭টা থেকে এক ঘণ্টা পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাজধানীর প্রতিটি এলাকায়ই হবে ঈদের জামাত।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এ জামাতে জাতীয় সংসদের হুইপ, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেবেন।

এছাড়া সকাল ৭টায় সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ বড় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। একই সময়ে মোহাম্মদপুর কৃষি বাজার তাহেরিয়া জামে মসজিদেও অনুষ্ঠিত হবে জামাত।

সকাল সোয়া ৭টায় দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদ এবং দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৭টায় দক্ষিণ বাসাবো বালুর মাঠে, ইসলামবাগ ঈদগাহ ময়দানে ও খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

একই সময়ে উত্তর শাহজাহানপুর, দক্ষিণ খিলগাঁও ঝিল মসজিদ, নয়াপল্টন জামে মসজিদ, দারুল ঈমান জামে মসজিদ, মোহাম্মদপুরের মসজিদে তৈয়্যেবিয়া, কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, কল্যাণপুর এস্টেট জামে মসজিদে এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৮টায় গুলশান সোসাইটি মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত, নীলক্ষেত বাবুপুরা শাহ সাহেববাড়ী মরিয়ম বিবি শাহী মসজিদে প্রথম জামাত, ফার্মগেটস্থ মসজিদ বায়তুশ শরফ, চিশতিয়া সাইদিয়া দরবার জামে মসজিদ, লক্ষীবাজার নূরানী জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল সংলগ্ন মাঠ, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ বড় জামে মসজিদে দ্বিতীয় জামাত, মোহাম্মদপুর জামে মসজিদ কমপ্লেক্স, মগবাজার বিটিসিএল কলোনি জামে মসজিদ, কলাবাগান বশির উদ্দিন রোড জামে মসজিদ, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, আবুজর গিফারী কলেজ মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সোয়া ৮টায় দক্ষিণ মুগদা ব্যাংক কলোনির রসুলবাগ জামে মসজিদে দ্বিতীয় জামাত, খিলক্ষেত কুর্মিটোলা হাই স্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সকাল সাড়ে ৮টায় গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ, মহাখালী গাউসুল আযম জামে সমজিদ, মালিবাগ জামে মসজিদ, দক্ষিণ বাসাবো বালুর মাঠে দ্বিতীয় জামাত, ইসলামবাগ ঈদগাহ ময়দানে দ্বিতীয় জামাত, দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

সকাল ৯টায় কাজলার পাড় বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জামাত, সায়েদাবাদ আরজুশাহ দরবার শরিফ বড় জামে মসজিদে তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে।


আরো সংবাদ



premium cement