২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

কুড়িগ্রাম ও লালমনিরহাটে দেখা গেছে চাঁদ

কুড়িগ্রাম ও লালমনিরহাটে দেখা গেছে চাঁদ -

শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবার বাংলাদেশে পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ রাত ১১টার পর বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার মাগরিবের নামাজের পর জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে বলা হয়েছিল যে দেশের কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে ঈদ হবে বৃহস্পতিবার। কিন্তু মঙ্গলবার রাত ১১টার দিকে আবারও জরুরি বৈঠকে বসে চাঁদ দেখা কমিটি। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে কমিটির বৈঠক শেষে চাঁদ দেখতে পাওয়ার সংবাদ জানান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তিনি ওই বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রী এবার বলেন, রাতে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অনেকে চাঁদ দেখতে পেয়েছেন বলে খবর পান। কুড়িগ্রাম জেলার ডিসি বিষয়টি জোরালোভাবে উপস্থাপন করলে চাঁদ দেখা কমিটি নতুন করে সিদ্ধান্ত নেন।


আরো সংবাদ



premium cement