২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

জুমাতুল বিদা’তে মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড়

- ছবি : নয়া দিগন্ত

শুক্রবার জুমাতুল বিদা রাজধানীসহ সারা দেশে জুমার নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর বেশির ভাগ মসজিদে সব বয়সের মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।

বায়তুল মোকাররমে মূল মসজিদ ছাড়িয়ে উত্তর ও দক্ষিণ গেটের রাস্তায় পর্যন্ত দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে বিশেষ মুনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মানুষ। রমজানের শেষ জুমায় মাগফিরাত কামনা ছাড়া দেশ জাতি ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

জুমার জামাতের আগে বায়তুল মোকাররমে আরবি খুতবা পূর্ব আলোচনায় খতিব রমজানের গুরুত্ব এবং জুমাতুল বিদার মর্যাদার কথা তুলে ধরেন। খতিব বলেন, রমজানের শেষার্ধে রাসূল সা: ইবাদাত বন্দেগীতেই বেশির ভাগ সময় অতিবাহিত করতেন। কারণ এ সময়ে বান্দাহকে আল্লাহ তায়ালা ক্ষমা করে দেন। আর এ শেষার্ধেই রয়েছে লাইলাতুল কদর।

খুতবায় আরো বলা হয়, সঠিকভাবে রোজা পালন করলে তাকওয়া বা খোদাভীতি অর্জিত হবেই। আর রোজার মাধ্যমে খোদাভীতি অর্জিত হলেই রোজার জন্য যেসব পুরস্কার ও সওয়াবের কথা বলা হয়েছে সেগুলো পাওয়া যাবে। তাকওয়া অর্জিত না হলে কিছুই পাওয়া যাবে না।

বায়তুল মোকাররম ছাড়াও মহাখালী মসজিদে গাউসুল আযম, কাঁটাবন মসজিদ, নয়া পল্টন মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় ছিল। জুমাতুল বিদায় অংশ নিতে বেলা সাড়ে ১২টার পর থেকেই মুসল্লিরা মসজিদে আসা শুরু করেন। অনেকে অপেক্ষাকৃত বড় জামাতে অংশে নেয়ার জন্য আশপাশের বড় মসজিদগুলোতে জুমার নামাজ পড়তে যান। বায়তুল মোকাররমের প্রবেশ পথগুলোতে পুলিশ মুসল্লিদের দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে প্রবেশ করতে দেয়।

রজমানের শেষ জুমার দিনকে জুমাতুল বিদা বলা হয়ে থাকে। অত্যন্ত বরকমতময় রমজান মাসে সপ্তাহের গুরুত্বপূর্ণ দিন জুমার দিন হিসেবে এ দিনকে ধর্মপ্রাণ মানুষ বিশেষভাবে মর্যাদা দিয়ে থাকেন এবং বিশেষ ইবাদাত বন্দেগী করেন। মুসলমানদের জন্য এমনিতেই জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রমজানের কারণে এ মাসের জুমার শেষ দিন মুসল্লিরা মসজিদে গিয়ে অত্যন্ত গুরুত্বসহকারে জুমার নামাজ আদায় করেন। সম্মিলিতভাবে গুনাহ মাফ, আল্লাহর রহমত, বরকত কামনা করে সম্মিলিত দোয়ায় শামিল হন।


আরো সংবাদ



premium cement