১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশী অভিবাসী আটক

- ছবি : নয়া দিগন্ত

অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মালয়েশিয়ার জোহর রাজ্যে ২৪২ বাংলাদেশী অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। ৬ সেপ্টেম্বর শুক্রবার রাজ্যে দু’টি পৃথক অভিযানে ২৪২ বাংলাদেশীসহ মোট ৩৩৬ জন অভিবাসীকে আটক করেছে রাজ্যের অভিবাসন বিভাগ। এছাড়া আটক করা হয়েছে দুইজন স্থানীয় নিয়োগকর্তাকেও।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেরিতা আরটিএম ও সিনার হারয়ানের প্রতিবেদনে বলা হয়, রাজ্যে পৃথক দু’টি অভিযানে ২৪২ বাংলাদেশী ছাড়াও ৪৪ ইন্দোনেশিয়ান (২৬ পুরুষ, ১৮ জন মহিলা), চীনের (১২ জন পুরুষ, ৯ জন মহিলা), পাকিস্তানের ১৬, শ্রীলঙ্কার (একজন পুরুষ, তিনজন মহিলা) এবং মিয়ানমারের ৯ জন পুরুষ) নাগরিক রয়েছেন।

রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর, দাতুক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে বলেছেন, গোয়েন্দা তথ্যে ও স্থানীয়দের অভিযোগের ভিওিতে রাজ্যের একটি পেপার প্রসেসিং ফ্যাক্টরিতে অপ্স মাহির এবং একটি নির্মাণ সাইটে অপস কুটিপ নামের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

অভিবাসন, ৬(১)(সি), ধারা ১৫(১)(সি), অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ধারা ৫৫বি এবং রেগুলেশন ১১(৭)(এ), রেগুলেশন ১৭(বি), রেগুলেশন ৩৯(বি) রেগুলেশন-ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্তে আটকদের শনাক্তকৃত অপরাধের মধ্যে রয়েছে কোনো বৈধ পারমিট না থাকা, ভিজিট পাসের অপব্যবহার, অতিবাহিত করা এবং পাসের শর্ত লঙ্ঘন। আরো অধিকতর তদন্তের জন্য আটক অভিবাসীদের রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

এদিকে রাজ্যের অভিবাসন বিভাগের ডিরেক্টর, নিয়োগকর্তাদের পরামর্শ দিয়েছেন যে বিদেশী কর্মীদের নিয়োগের আগে ওই কর্মীর মালয়েশিয়ায় কাজ করার বৈধ অনুমতি রয়েছে তা নিশ্চিত করতে। কারণ অভিবাসন বিভাগ কর্তৃক অভিযান কেবল অবৈধ অভিবাসী শ্রমিকদের জন্য নয়, নিয়োগকর্তাদের জন্যও।

এর আগে শুক্রবার মালয়েশিয়ার কেদাহ রাজ্যের কুলিমে অভিযান চালিয়ে ২২২ বাংলাদেশীসহ মোট ২২৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

একদিনে দেশটির কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে মোট ৪৬৪ জন বাংলাদেশী অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগ।


আরো সংবাদ



premium cement
বৃষ্টিতে ভাসবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট! মিয়ানমার সীমান্ত কাঁটাতার দিয়ে ঘেরার সিদ্ধান্ত ভারতের ‘এক দেশ এক ভোট’ চালু করার দিকে আরো এক ধাপ এগুলো ভারত! সেই আফগানিস্তানের কাছে শোচনীয় হার দক্ষিণ আফ্রিকার ইউনূসের সাথে সাক্ষাত হচ্ছে না মোদির লেবাননে পেজারের পর ওয়াকি-টকি বিস্ফোরণে নিহত ২০, আহত ৪৫০ আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ গ্রেফতার এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজায় আসলে কী হয়েছিল? মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালু করুন : তথ্য উপদেষ্টা বহিরাগতমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবিতে নামবে ‘মোবাইল কোর্ট’ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কোন্নয়ন প্রচেষ্টায় নজর ভারতের

সকল