২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশীসহ নিহত ২

মালয়েশিয়ায় ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশীসহ নিহত ২ - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়ার পাহাং রাজ্যে ট্রেলার ও লরির মুখোমুখি সংঘর্ষে বাংলাদেশীসহ দুজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৮ আগস্ট) হারিয়ান মেট্রোর এক প্রতিবেদন থেকে জানা গেছে দুর্ঘটনায় নিহত দুজনের মধ্যে একজন ৩৭ বছর বয়সী বাংলাদেশী এবং অন্যজন ৩৫ বছর বয়সী পাকিস্তানি। এছাড়া এই ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছে।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত অন্য তিনজন হলেন ২৮ বছর বয়সী লরিচালক, ৩০ বছর বয়সী বাংলাদেশী ট্রাকের হেলপার এবং ৩৮ বছর বয়সী ট্রেলারচালক। তারা সুলতান হাজী আহমদ শাহ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তেমেরলোহ জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার মাজলান হাসান।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, রাজ্যের রউব জেলা থেকে লরিচালক কুয়ানতান যাচ্ছিলেন। পথে লরি চালক রাস্তার বাম দিকে মোড় নেন। বিপরীত লেনে প্রবেশের আগে মূল লেনে পুনরায় প্রবেশ করলে হঠাৎ ট্রেলারটি সামনে থেকে আসে। সাথে সাথে লরির সামনের অংশে ধাক্কা মারে এবং দুটি গাড়িই ২০ মিটার রাস্তার ডান দিকের একটি গিরিখাতে পড়ে যায়।

পুলিশ জানায়, পাহাং রাজ্যের লানচ্যাংয়ের বুকিত দামারের প্রধান সড়ক থেকে লরিটি ছিটকে গিয়ে একটি ট্রেলারের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুটি গাড়ির আরোহী মাথায় আঘাত পান। সেখান থেকে উদ্ধার করে তাদের লানচ্যাং হেলথ ক্লিনিকে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনের মৃত্যু নিশ্চিত করেন। লাশ দুটির ময়নাতদন্ত করা হবে এবং সড়ক পরিবহন আইন (এপিজে) ১৯৮৭-এর ৪১ (১) ধারায় মামলাটি তদন্তকরা হবে বলেও পুলিশ জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
আর কোনো ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় বসতে দেয়া হবে না : সারজিস আলম বাংলাদেশের সাথে যৌথ ব্যবসা কাউন্সিল গঠনে আগ্রহী আলজেরিয়া ২ মার্চকে জাতীয় পতাকা দিবস স্বীকৃতি দিন : মঈন খান সশস্ত্রবাহিনী জাতির গর্বের অনুপ্রেরণার : মাসুদ সাঈদী বাঘায় কৃষকের গলাকাটা লাশ উদ্ধার ২০২৪ সালে বিশ্বে রেকর্ড ২৮১ জাতিসঙ্ঘকর্মী নিহত নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি পুতিন কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কার্যক্রম স্থগিত জমিয়তের একাংশের সভাপতি রায়পুরীর ইন্তেকাল বিত্তবানদের শিক্ষার উন্নয়নে এগিয়ে আসার আহ্বান বেতাগী সমিতির দেশের মানুষ শুধু নির্বাচনের জন্য জীবন দেয়নি : মুফতি ফয়জুল করিম

সকল