খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করল মালদ্বীপ বিএনপি
- মালদ্বীপ প্রতিনিধি
- ১৭ আগস্ট ২০২৪, ১০:৫০, আপডেট: ১৭ আগস্ট ২০২৪, ১১:২৪
দীর্ঘদিন পর উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উদযাপন করেছে দলটির মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।
শুক্রবার রাতে রাজধানীর স্থানীয় একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সহ-সভাপতি নেহের মিয়া রানা, বাবুল হোসেন, শাহ আলম, আলতাফ হোসেন, এমরান হোসেন তালুকদার, ফারুক হোসেন, আহম্মেদ কামাল, যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, রবিউল আলম, সোহেল রানা, শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, খায়েরুল আমিন, মনির হোসেন, প্রচার সম্পাদক খলিলুর রহমান শাহজী, করিম রানা, পিয়াস ইসলাম, দফতর সম্পাদক ওমর ফারুক অনিক, সহ-দফতর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদক মো: মামুন ও ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ-সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খলিলুর রহমান বলেন, ‘ছাত্র-জনতার এ আন্দোলনে বিএনপিসহ সকল দেশপ্রেমিক শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি প্রবাসীরাও রেমিটেন্স শাটডাউন করে আন্দোলনকে বেগবান করেছেন। দীর্ঘ আন্দোলন এবং অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত নয়া এই স্বাধীনতার সুফলকে কাজে লাগিয়ে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে হবে।’
অনুষ্ঠানের শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত এবং ছাত্র আন্দোলনে সারাদেশে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।