মালয়েশিয়ায় তিন বাংলাদেশী অপহরণের দায়ে ভুয়া পুলিশের ৩০ বছর কারাদণ্ড
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫২
মালয়েশিয়ায় পুলিশ সেজে তিন বাংলাদেশীকে অপহরণ করে ৫০ হাজার রিঙ্গিত মুক্তিপণ আদায়ের দায়ে সুহাইমি আলিয়াস নামে এক ব্যক্তিকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির ফেডারেল কোর্ট। রায়ে একই সাথে আসামিকে ১০টি বেত্রাঘাতের নির্দেশও দেন বিচারক প্যানেল।
স্থানীয় সময় বুধবার (১৪ ফেব্রুয়ারি) কোর্ট অব আপিলের প্রেসিডেন্ট তান শ্রী আবাং ইস্কান্দারের নেতৃত্বে তিন বিচারকের একটি প্যানেলের সর্বসম্মত সিদ্ধান্তে ৪৭ বছর বয়সী সুহাইমি আলিয়াসের বিরুদ্ধে আপিল আদালতের দেয়া সাজা বহালের এ রায় ঘোষণা হয়।
মালয়েশিয়ার ফেডারেল আদালত ১০ বছর আগে ৫০ হাজার রিংগিত মুক্তিপণের জন্য তিন বাংলাদেশী প্রবাসীকে অপহরণ করার অপরাধে এক স্থানীয় নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কমিয়ে ৩০ বছরের কারাদণ্ড দেয়।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ মার্চ ভোর ৪টায় সেলাঙ্গর রাজ্যের জালান মেরু ক্লাংয়ের একটি মিনি সুপারমার্কেট থেকে ৫০ হাজার রিঙ্গিত মুক্তিপণ আদায়ের জন্য সুহাইমি তার আরো দু’জন সহপাঠীকে সাথে নিয়ে মো: গোলাম ফারুক, মোহাম্মদ রফিক এবং সজীব নামে তিন বাংলাদেশীকে অপহরণ করে।
তাদের বিরুদ্ধে অপহরণ আইন ১৯৬১-এর ধারা ৩ অনুযায়ী অভিযোগ আনা হয়েছে, যা দণ্ডবিধির ৩৪ ধারার সাথে পঠিত এবং মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখে।
আবং ইস্কান্দার ফেডারেল কোর্টের বিচারক দাতুক সেরি হাসনাহ মোহাম্মদ হাশিম এবং দাতুক আব্দুল করিম আব্দুল জলিলের সাথে একসাথে বসে আপিলকারীকে (সুহাইমি) তার গ্রেফতারের তারিখ ১৬ মার্চ ২০১৪ থেকে শুরু করে কারাগারের সাজা ভোগ করার আদেশ দেন।
তবে আপিলের কোনো সুযোগ নেই দেখে বিচারক আবং ইস্কান্দার দোষী সাব্যস্ত করার জন্য আপিলকারীর চূড়ান্ত আপিল খারিজ করে দেন।