জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভা
- আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে
- ২১ জানুয়ারি ২০২৪, ২১:৩৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া বিএনপির ও তার অঙ্গ-সংগঠন।
রোববার কুয়ালালামপুরের বুকিট বিন্তাংয়ের বাংলাদেশী মসজিদে এ উপলক্ষে কোরআন তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে জিয়াউর রহমানের ব্যক্তি ও রাজনৈতিক জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় সেখানে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ড. ওয়ালিউল্লাহ জাহিদ, প্রচার সম্পাদক এস এম বশির আলম, এম এম রহমান নিপু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, ফজলুল করিম সোহরাব, দফতর সম্পাদক মো: আমিনুল ইসলাম রতন, তথ্য প্রযুক্তি সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ, ক্রীড়া সম্পাদক মো: আরিফ হোসেন, সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির, মো: জসিম উদ্দিন, এম এ কালাম, ইঞ্জিনিয়ার শাহ জালাল, সাইফুল ইসলাম প্রমুখ।
সহযোগী সংগঠন থেকে উপস্থিত ছিলেন মো: মঞ্জু খাঁ, মো: রমজান আলী, বাদল কারার, নুরে সিদ্দিকী সুমন, মো: জাহাঙ্গির হাওলাদার, তুহিন শেখ, মো: নাজমুল হাসান, মো: খালিদ হাসান রিপন, শেখ মো: লিটন রহমান, ইসমাইল হোসেন আকন্দ, আল ইমরানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী।
মিলাদ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছেলে আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবারের সবার জন্য দোয়া এবং মোনাজাত পরিচালনা করেন বুকিট বিন্তাংয়ের বাংলাদেশী মসজিদের ইমাম মাওলানা মো: আনিসুর রহমান সাদ্দাম।