২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মালয়েশিয়া বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - নয়া দিগন্ত

নির্বাচনী তফসিল বাতিলসহ সাম্প্রতিক নানা ইস্যুতে বিভিন্ন দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার সহযোগী সংগঠন। গতকাল (১৯ নভেম্বর) রাজধানী কুয়ালালামপুরের আমপাং এলাকায় উসমা সেন্ট্রালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান -এর সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- মালয়শিয়া বিএনপির সাধারণ সম্পাদক মো: মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম। বিএনপি নেতা মো: জসিম। আরো উপস্থিত ছিলেন- দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, তথ্য প্রযুক্তি সম্পাদক এম ফরহাদ হোসেন পলাশ।

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল, সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার, কাজী সোহেল মাহমুদ, জাহাঙ্গীর হাওলাদার।

আরো উপস্থিত ছিলেন- আল ইমরান, এম মোজাম্মেল হক প্রধান, ইঞ্জিনিয়ার শাহ জালাল, সাইদুর রহমান বাবু ও সাইফুল ইসলামসহ আরো অনেকে।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা বলেন, বর্তমান সরকার অনতিবিলম্বে নির্বাচনী তফসিল বাতিল করে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয়, দেশজুড়ে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ করে আসছে। কিন্তু পুলিশ সারাদেশে হাজার হাজার নেতাকর্মীকে বিনা কারণে আটক করছে। এই আটক ও গ্রেফতার বন্ধ করে সারাদেশে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি করেছেন তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


আরো সংবাদ



premium cement