জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জার্মান বিএনপির আলোচনা সভা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ জুন ২০২৩, ২০:১৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির জার্মান শাখার উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শনিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টের সালবাউ ওবারআডে এ সভা অনুষ্ঠিত হয়।
জার্মান বিএনপির সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার পরিচালনায় সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বিএনপি নেতা আমান উল্লাহ, ফিরোজ কোরাইশী, মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, সেলিম রেজা, কাওসার শামীম, মন্জু সরকার, আনোয়ার হোসেন, নিয়াজ হাবিব, রিয়াদ খন্দকার দেলোয়ার হোসেন প্রমুখ।