মালয়েশিয়া বিএনপির নেতা-কর্মীদের মিলন মেলা
- আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে
- ০৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৪
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকি উপলক্ষে মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার হোটেল ইন্টারকন্টিনেন্টাল কুয়ালালামপুরের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। প্রায় ১৬ বছর পর দলের অভ্যান্তরে মান-অভিমান ভুলে মালয়েশিয়া বিএনপির সকল নেতা-কর্মীদের ঢল নামে এ সভায়। এ সময় উপস্থিত সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার প্রতিজ্ঞা করেন।
দলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন ও প্রচার সম্পাদক এস এম বশির আলম। প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম শাহ। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক ও পরে শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতা মোহাম্মদ শহিদুল্লাহ শহীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ জাহিদ, এস এম জাহাঙ্গীর আলম, দফতর সম্পাদক আমিনুল ইসলাম রতন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনহাজ মণ্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজ মোল্লা, সহ-দফতর সম্পাদক হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া যুবদলের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুর রহমান তালুকদার রতন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সামছুল আলম হেলাল শিকদার, মাহফুজুর রহমান, মোশারফ হোসেন হৃদয়, কুয়ালালামপুর মহানগর শাখার এম এম মোজাম্মেল হক প্রধান, সেরদাং শাখা যুবদলের মোহাম্মদ নাজমুল হাসান, শেখ মোহাম্মদ সেলিম ও শামিম রেজা।
সভায় উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির শাখাওয়াত হোসেন, ফজলুল করিম সোহরাব, আব্দুল্লাহ আল মামুন লিটন, কাজী সাল্লাহ উদ্দিন, নজরুল ইসলাম মানিক, এম এ কালাম। মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল থেকে খোকন ভূঁইয়া, মোহাম্মদ আবু কাউছার ভূঁইয়া, কাম্পং জাওয়া শাখা বিএনপির সাইদ বাবুল। যুবদল থেকে উপস্থিত ছিলেন মঞ্জু খাঁ, নুরে সিদ্দিকী সুমন, যুবনেতা ইকবাল হোসেন।
এছাড়া কুয়ালালামপুর মহানগর যুবদল থেকে মেহেদী হাসান, তুহিন শেখ, মিজান ঢালী, মোশারফ হোসেন রাজ্জাক মদু, রুহুল আমিন, সবুজ হাওলাদার, আনোয়ার হোসেন, রিয়াদ মল্লিক, দিদারুল আলম, শাহিন আলম, মোশারফ পারভেজ, আপন মাহাবুব, ইকবাল হোসেন মাজু, মিঠু বেপারী, কবির হোসেন, শ্যামলসহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।