২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

হুন্ডিতে অর্থ পাচারকারী সিন্ডিকেটের ৬ বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ

হুন্ডিতে অর্থ পাচারকারী সিন্ডিকেটের ৬ বাংলাদেশীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার পুলিশ - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়া প্রবাসীদের রেমিট্যান্স হুন্ডির মাধ্যমে দেশে পাচার করে এ রকম একটি বাংলাদেশী সিন্ডিকেট চক্রকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগের পুলিশ।

কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের হুন্ডির মাধ্যমে টাকা পাচার চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। আটক সবাই বাংলাদেশী নাগরিক।

সোমবার রাত সাড়ে ৮টায় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ। তবে আটকের পর তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি ইমিগ্রেশন পুলিশ।

বিবৃতিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কুয়ালালামপুরে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত মোবাইল ফোনের দোকান, ট্রাভেল এজেন্সির আড়ালে হুন্ডি ব্যবসা করে আসছে। এসব দোকান থেকে হুন্ডি সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বাংলাদেশের ১৫টি পাসপোর্ট, ৪৪ হাজারেও বেশি মালয়েশিয়ান রিংগিত এবং অবৈধ লেনদেনের কাজে ব্যবহৃত। তবে বিবৃতিতে বলা হচ্ছে ১৮ ও ১৯ আগস্ট দেশটির অভিবাসন বিভাগের ধারাবাহিক বিশেষ অভিযানে বাংলাদেশীদের দ্বারা পরিচালিত একটি মানি লন্ডারিং সিন্ডিকেটকে আটক করতে সক্ষম হয়।

মালয়েশিয়ায় যে সমস্ত বাংলাদেশী প্রবাসী রয়েছেন তাদের কাছ থেকে সংগৃহীত অর্থ সিন্ডিকেটটি প্রতি মাসে ১ দশমিক ২ মিলিয়ন রিংগিত হুন্ডির মাধ্যমে রেমিটেন্স প্রেরণ করে।

আটককৃত সকলকে মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং মানিলন্ডারিং ও পাসপোর্ট আইন ১৯৬৬-এর ধারায় অভিযোগ গঠন করে আদালতে সোপর্দ করা হবে বলে এমনটা জানিয়েছেন অভিবাসন বিভাগের পরিচালক।

আসামিদের ১৪ দিনের রিমান্ডে নিয়ে তদন্ত করার পরবর্তী পদক্ষেপের জন্য তাদের সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে।

 

 

 


আরো সংবাদ



premium cement
২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান রাজশাহীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আইসিইউ ইউনিট উদ্বোধন ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ১০৭৯ পার্থ টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত ব্যবসায়ী জালাল উদ্দীন হত্যা : শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে মামলা ডিসেম্বর থেকে যাত্রীবাহী ট্রেন চলবে ঢাকা-নড়াইল-খুলনা রুটে নারায়ণগঞ্জে ১৬ কোটি টাকার ভারতীয় কাপড় উদ্ধার গলাচিপায় জালে ধরা পড়ল ২০০ বছরের জলপাইরঙ্গা কাছিম

সকল