২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

‘নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেয়া হবে না’

বক্তব্য রাখছেন মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমদ আলী মুকিব। - ছবি : নয়া দিগন্ত

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্য বিএনপির সাংগঠনিক সমন্বয়ক আহমদ আলী মুকিব বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। দেশব্যাপী লোডশেডিং, বিদ্যুৎ ব্যবস্থাপনায় অনিয়ম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মেগা প্রকল্পের নামে লুটপাটের প্রতিবাদ জানিয়ে অবৈধ সরকারের কঠোর সমালোচনা করেন তিনি। সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাংগঠনিক সভায় তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

আহমদ আলী মুকিব আরো বলেন, বর্তমান অবৈধ সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। সব কথাই তারা মিথ্যা বলে। ব্যর্থতার কারণে পুলিশ বাহিনীকে মাঠে নামিয়ে বিএনপি এবং বিরোধী দলকে দমিয়ে রাখতে চায়। কাজেই তত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই জুলুমবাজ জনবিরোধী সরকারকে উৎখাত করতে হবে। চলমান গণ আন্দোলনকে জোরদার করতে প্রবাসী নেতাকর্মীদের কঠোর ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে পরামর্শ করে সুন্দর একটি কমিটি গঠনের জন্য সুপারিশ হবে ইনশাআল্লাহ। মতভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। চট্টগ্রামে ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক সম্প্রতি সময়ে সংযুক্ত আরব আমিরাত বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হয় এবং নতুন কমিটি গঠনকল্পে আমিরাতের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে পর্যালোচনামূলক ধারাবাহিক সাংগঠনিক সভার আয়োজন করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মধ্যপ্রাচ্যের দায়িত্বপ্রাপ্ত প্রধান সমন্বয়ক আলহাজ্ব আহমদ আলী মুকিব।

গতকাল ৩০ জুলাই শনিবার দুবাইয়ের আফগান শাহী হলরুমে আরব আমিরাত বিএনপির সাবেক সহ সভাপতি মুহাম্মদ জাকির হোসেন খতিবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অথিতি ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান।

সাংগঠনিক বিভিন্ন বিষয় ও পুর্নগঠন নিয়ে মতপ্রকাশ করে বক্তব্য রাখেন যথাক্রমে সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক, আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টা আলহাজ্ব শরাফত আলী, উপদেষ্টা পরিষদের সদস্য যথাক্রমে নুরুল আফসার সুমন, আবুল বাশার বাবুল, ইঞ্জিনিয়ার রফিক আহমেদ, সহ সভাপতি যথাক্রমে আলহাজ্ব মুহাম্মদ দিদারুল আলম, সিরাজুল ইসলাম নওয়াব, যুগ্ন সম্পাদক যথাক্রমে ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মুহাম্মদ বেলাল উদ্দিন, সেলিম উদ্দিন খান, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিটু, প্রচার সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মুহাম্মদ আলী, ক্রীড়া সম্পাদক আব্দুল লতিফ, সহ ক্রীড়া সম্পাদক জানে আলম, সাংস্কৃতিক সম্পাদক শাখাওয়াত হোসেন বকুল, ছাত্র বিষয়ক সম্পাদক তছলিম উদ্দিন চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক সরোয়ার আলম ভুট্টো, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্যদের মধ্যে যথাক্রমে ফারুক মুহাম্মদ চৌধুরী, শেখ সেলিম, এম এনাম হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম, মাহবুব রানা, মুহাম্মদ বেলাল উদ্দিন, আনোয়ার হোসেন বাবু, আব্দুল্লাহ আল ফারুক, আলম গফুর, মুহাম্মদ আজম উদ্দিন, আবুল মনচুর,কাজী মনচুর, নাসিম উদ্দিন চৌধুরী, নুরুল হুদা বাবুল, মুহাম্মদ সরোয়ার উদ্দিন, হারুন উর রশীদ, নুর নবী করিম বাবলু, মুহাম্মদ ইদ্রিস, মুহাম্মদ মোরশেদ, এইচ এম মুরাদ, জিয়া উদ্দিন বাবলু, আবু ইউসুফ রানা, এরশাদ শাহিন, মুহাম্মদ নাছের ভূইয়া, লায়ন ওসমান চৌধুরী, সাইয়েফ তারেক, মুহাম্মদ আলী সুমন, মোহাম্মদ আলী, মনজুর উদ্দিন, ইউনুছ বাচ্চু, মুহাম্মদ বাবলু, প্রমুখ।

এছাড়াও দলের অসংখ্য নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত সভায় মধ্যপ্রাচ্য বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ আলী মুকিবের দিক নির্দেশনা মূলক বক্তব্য দলকে পুর্নগঠনে সকলকেই নতুনভাবে উজ্জীবিত করেছে। সভায় সকল নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করেছেন এবং অবিলম্বে নিঃশর্তে তার মুক্তির দাবি জানিয়েছে। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইউএই যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ রানা।


আরো সংবাদ



premium cement
মিরসরাইয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা সিলেট সীমান্তে ৬৩ লাখ টাকার চোরাই পণ্যসহ আটক ২ ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োগ করা হবে অবসরপ্রাপ্তদের : স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু : ভাংচুর পুরান ঢাকার ২ কলেজে পুতুলের সূচনা ফাউন্ডেশনের লেনদেন স্থগিত সাগর থেকে টুনা মাছ আহরণে সহযোগিতা দেবে মালদ্বীপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন কেন আলোচনায় ২৩ দিনে রেমিট্যান্স এসেছে ১৭২ কোটি ৬৩ লাখ ডলার বান্দরবানের গহীন জঙ্গলে কেএনএ’র গোপন আস্তানার সন্ধান হত্যা মামলায় গ্রেফতার হয়ে ডিসি মশিউর ও এডিসি জুয়েল বরখাস্ত গাজীপুরে আরো এক মামলায় খালাস পেলেন তারেক রহমান

সকল