২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আজমান বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

আজমান বিএনপির বিক্ষোভ সমাবেশ - ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কথিত আওয়ামী লীগ নেতার কুরুচিপূর্ণ বক্তব্য ও দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনাসহ দ্রব্যমূল্যে উর্ধ্বগতির প্রতিবাদে স‌ংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রাদেশিক শাখা আজমান বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) স্থানীয় হলরুমে আজমান বিএনপির সিনিয়র সহ-সভাপতি তসলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নূর নবী করিম বাবলুর স‌ঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমান জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিচ্ছবি। প্রিয় নেতাকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, তারেক রহমান তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করেছিলেন। তার সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তাকে আওয়ামীলীগ ভয় পায়। তাই তারেক রহমানের নামে অসংখ্য মামলা দায়ের করে একের পর এক সাজা দিয়ে যাচ্ছে বিচার বিভাগকে কব্জায় নিয়ে। তবুও তারা তারেক রহমানকে দুর্বল করতে পারেনি। এখনো দুঃশাসনের হুমকি প্রতিদিনই তার ওপর বর্ষিত হচ্ছে। তারেক রহমানকে চক্রান্তজালে আটকাতে চলছে নিরন্তর বহুমুখী ষড়যন্ত্র। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তার বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলাতে পারেনি। তারেক রহমানের নেতৃত্বে সরকারের সকল ষড়যন্ত্র কূটকৌশল মোকাবেলা করে বিএনপি এক ও ঐক্যবদ্ধ।

বক্তারা বলেন, ‘দেশব্যাপী বিদ্যুতের লোডশেডিং, জ্বালানি খাতে অব্যবস্থাপনাসহ দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে দেশের বারোটা বাজিয়েছে এই অবৈধ আওয়ামী সরকার।’

সমাবেশ বক্তব্যে রাখেন শারজাহ বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, যুগ্ম সম্পাদক এরশাদ শাহিন, দুবাই আল আবির ইউনিট বিএনপির সভাপতি সোহেল চৌধুরী, আজমান যুবদলের সহ-সভাপতি মুহাম্মদ হান্নান, শারজাহ যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন, কুমিল্লা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাইন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মুহাম্মদ তছলিম উদ্দিন প্রমুখ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আল আবির বিএনপির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বাবলু, রিয়াজ হায়দার, আহমেদ কবির, রিজায়ানুল করিম সিদ্দিকী প্রমুখ।


আরো সংবাদ



premium cement