মালয়েশিয়ায় ব্রাইটনে বাংলাদেশী শিক্ষার্থীদের সমাবর্তন অনুষ্ঠিত
- আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে
- ১৭ জুলাই ২০২২, ১৮:১৬, আপডেট: ১৭ জুলাই ২০২২, ১৮:১৮
মালয়েশিয়ায় আন্তর্জাতিক মানের ক্যানব্রিজ কারিকুলামে পরিচালিত ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের ২য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ জুলাই) আইআইইউএম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সেন্টারের বলরুমে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়। সকাল থেকে শুরু হওয়া অনুষ্ঠান চলে দুপুর ২টা পর্যন্ত।
সমাবর্তনে বাংলাদেশি ২৫ জন ছাত্র-ছাত্রীসহ ৩৪টি দেশের তিন শতাধিক ছাত্র-ছাত্রী এতে অংশ্রগ্রহণ করেন। বাংলাদেশী ১৭ জন কৃতি শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জন করায় তাদের হাতে সার্টিফিকেট তুলে দেয়া হয়।
এ সময় স্কুলের শিক্ষার্থীগণ মনোমুগ্ধকর নৃত্য ও সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন পারফর্ম করেন। স্কুলটির শিক্ষা কার্যক্রম পরিচালনা ও তত্ত্বাবধানে রয়েছেন বাংলাদেশী সিও, প্রিন্সিপালসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলের অভিবাবক ও শিক্ষক এসোসিয়েশনের প্রেসিডেন্ট দাতুক নূরুশাহদাহ অথমান। জিওম্যান্ট্রিকা এডুকেশন গ্রুপের ডেপুটি প্রেসিডেন্ট প্রফেসর নাজিরাহ মুহাইজি, জিও গ্লোবাল ম্যানেজম্যান্ট এসডিএন বিএইচডি-এর চেয়ারম্যান প্রফেসর মাজরিন রোহিজাক চে রোজ, হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রি বাংলাদেশের আ: মালিক তালুকদার, জিও গ্লোবাল ম্যানেজম্যান্টের ড. আশরাফুল আজম খান, প্রিন্সিপাল এন্ড রেজিস্ট্রার প্রফেসর ড. নূর ইয়াসমিন জামালুদ্দিন, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রশাসনিক কর্মকর্তা এ কামাল বাহরি বিন আবু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের দূতাবাসের কর্মকর্তাসহ শতাধিক বিশিষ্টজন।
হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আ: মালিক তালুকদার বলেন, এমন একটি সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে গর্ববোধ করছি, কারণ মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশীরা শুধু শ্রেষ্ঠ কর্মসংস্থান নয়, এখানে শিক্ষা অর্জনেও গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশী ছাড়াও বিশ্বের ৩৪টি দেশের ক্ষুদে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের শিক্ষা অর্জন করছে এটা দেখে আমার ভালো লেগেছে। তাছাড়া এই ব্রাইটন স্কুলের প্রিন্সিপাল, সিওসহ কয়েকজন শিক্ষক রয়েছেন বাংলাদেশী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির নেতা, ব্যবসায়ী ও সংবাদ মাধ্যম-এর সাংবাদিকসহ প্রবাসী বাংলাদেশীরা।