২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ন ১৪৩০, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী ব্যবসায়ী নিহত - ছবি: সংগ্রহীত

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশী ব্যবসায়ী নাহিদুল ইসলাম জয় (৩০) নামের এক যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধা ৭টার দিকে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসলের কোয়াকোয় নামক এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাহিদুল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাশঁতৈল ইউনিয়নের দক্ষিণ পেকুয়া গ্রামের হাসমত আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, জয় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় একদল দুর্বৃত্ত তার ব্যবসায় আক্রমণ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে গুলি বুকে লেগে তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীরা এ্যামবুলেন্স খবর দিলে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসী বাংলাদেশীদের সহায়তা তার লাশ উদ্ধার করে মর্গে রাখার ব্যবস্থা করা হয়।

নিহত নাহিদুলের বাবা হাসমত আলী জানান, প্রায় ১২ বছর আগে নাহিদ দক্ষিণ আফ্রিকা যান। যাওয়ার কিছু দিন পর থেকে সেখানে কোয়াকোয়া এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করেন। রোববার সন্ধ্যায় ডাকাতির উদ্দেশে একদল দুর্বৃত্ত তার ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে তাকে হত্যা করে পালিয়ে যায়। দুই ভাই-বোনের মধ্যে নিহত জয় বড়।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীদের সংগঠন সাউথ বাংলা তাদের ফেইজ বুক পেইজে জানান, নাহিদুল ইসলাম জয়ের খুনের মাধ্যমে চলতি বছরে বাংলাদেশী খুনের সংখা ৭১ জন পৌঁছালো।


আরো সংবাদ



premium cement