মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ২৪৮ অভিবাসী গ্রেফতার
- মালয়েশিয়া সংবাদদাতা
- ২৮ এপ্রিল ২০২২, ১৩:৫৮
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর ও সেলেয়াংয়ে অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ২৪৮ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। আটকদের মধ্যে ২০৫ জন পুরুষ ও ৪৩ জন নারী রয়েছে।
বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক খায়রুল জাজাইমি দাউদ।
গ্রেফতারদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, রোহিঙ্গাসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসী রয়েছে। তবে কতজন বাংলাদেশী তা জানা যায়নি এবং কোন দেশের কতজন নাগরিক রয়েছে তাও প্রকাশ করা হয়নি। দেশটিতে বৈধকরণ প্রক্রিয়া চলমান থাকায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান এতদিন বন্ধ ছিল। নতুন করে আবারো অভিযান শুরু হওয়ায় দেশটিতে বসবাসরত অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইমিগ্রেশনের মহাপরিচালক জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রথমে রিমান্ডে নিয়ে পরে আদালতে উপস্থাপন করা হবে।