২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
যুক্তরাজ্যে জাবির সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন

আহবায়ক জহির সদস্য সচিব পারভেজ মল্লিক

আহবায়ক জহির সদস্য সচিব পারভেজ মল্লিক - ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রিজেন্টলেক বেঙ্কুইটিং হলে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত জাবির সাবেক ছাত্রছাত্রীদের মিলনমেলা। ওই অনুষ্ঠানে অর্থনীতি ১৪তম ব্যাচের ছাত্র জহির মুহাম্মদ উদ্দিনকে আহবায়ক এবং ২৫ তম ব্যাচের ইতিহাস বিভাগের ছাত্র পারভেজ মল্লিককে সদস্য সচিব করে বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি গঠিত হয়েছে।

কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন আব্দুর রহমান মিঠু (১৪ব্যাচ), ওয়াকারুল আমিন রনি (১৭ ব্যাচ), ফারুক আহমেদ (১৮ ব্যাচ), মোঃ নিয়াজ উদ্দিন (১৯ ব্যাচ), আনিসুর রহমান (২১ ব্যাচ), আসমা পারভিন মুক্তা (২১ ব্যাচ), চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন (২২ ব্যাচ) ও আলিম আল রাজী (২২ ব্যাচ)। অর্থ উপকমিটির আহবায়ক হয়েছেন হাবিবে আলম চৌধুরী (১৬ ব্যাচ) ও সদস্য সচিব হয়েছেন সৈয়দ ইফতেখার (২৬ ব্যাচ) এবং দপ্তর উপকমিটির আহবায়ক মতিয়ার রহমান মতিন (১৯ ব্যাচ) ও প্রকাশনা উপকমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন মনির মোহাম্মদ জামান (২২ ব্যাচ)। আগামী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ উদযাপন উপকমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজিরকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। গত রোববার অনুষ্ঠিত মিলনমেলায় সভাপতিত্ব করেন প্রথম ব্যাচের ছাত্র মুক্তিযোদ্ধা আবু আহমেদ খিজির। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গণিত ১৮তম ব্যাচের ছাত্র ফারুক আহমেদ।

ইতিহাস বিভাগের ১৪ তম ব্যাচের ছাত্র মোঃ শহীদুল ইসলামের সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন চৌধুরী নিয়াজ মাহমুদ লিঙ্কন এবং সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে শুভেচ্ছা বক্তব্য দেন ইতিহাস বিভাগের ৬ষ্ঠ ব্যাচের ছাত্র মোহাম্মদ হারুনুর রশীদ।

আলিম আল রাজী ও মাহবুবা নাজরীনা জেবিনের পরিচালনায় শিশু শিল্পী আরওয়া আনোরা রশিদের সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়। সঙ্গীত শিল্পীদের গানের সাথে নেচে গেয়ে আনন্দে মেতে উঠেন জাবির প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় আনন্দ উল্লাসে ভরে উঠা যুক্তরাজ্যের রিজেন্টলেক বেঙ্কুইটিং হলকে মনে হয় খোলা আকাশের নীচে এক টুকরো জাহাঙ্গীরনগরের মুক্তমঞ্চ।


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল