২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশে কনস্যুলেট না থাকায় ভোগান্তিতে পর্তুগালপ্রবাসীরা

লিজবনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে ভুক্তভোগীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দেয়া হয় - ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশে পর্তুগালের দূতাবাস না থাকায় সে দেশে গমনেচ্ছু বাংলাদেশীদের ভিসা করার জন্য যেতে হয় ভারতের নয়াদিল্লীতে অবস্থিত পর্তুগাল দূতাবাসে। কিন্তু করোনা আসার পরে বেশ ক’জন বাংলাদেশী প্রবাসী তাদের পরিবারকে পর্তুগাল নিতে দিল্লীর দূতাবাসে ভিসা জমা দেয়ার পর এক বছরের বেশি হয়ে গেলেও সেখান থেকে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া না আসায় তারা বেশ ক্ষুব্ধ।

প্রবাসীরা যদি তাদের পরিবারকে পর্তুগাল নিতে চান, সেক্ষেত্রে পর্তুগালের ইমিগ্রেশন সিস্টেম যথাযথভাবে সম্পন্ন করে এসইএফ থেকে পারমিশন নিতে হয়। তারপর ভিসার জন্য জমা দিতে হয় দিল্লীর পর্তুগাল দূতাবাসে বাংলাদেশীদের জন্য নির্ধারিত ভিএফএসে।

এই নিয়ম সম্পূর্ণরূপে মেনেও প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পাননি দিল্লীর কাছ থেকে, বরং করোনার দোহাই দিয়ে তাদের ভিসা এক বছর যাবত আটকে রাখা হয়েছে।

পর্তুগাল প্রবাসীরা দিল্লী দূতাবাসের এমন আচরণে অসহায় হয়ে পড়েছেন। অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী বলেন, ‘গত বছর আমার মায়ের জন্য পর্তুগালের এসইএফের পারমিশন নিয়ে ফাইল জমা দেই দিল্লীতে অবস্থিত পর্তুগালের ভিএফএসে। আজ পর্যন্ত আমার মায়ের ভিসার কোনো খবর নেই। দুঃখের বিষয় হলো, গত কয়েক মাস আগে আমার মা মৃত্যুবরণ করেছেন, আমাদের কাছে আসতে পারলেন না।’

আরেক প্রবাসী বলেন, ‘পর্তুগালের রেসিডেন্ট পেয়ে গত দু’বছর আগে বাংলাদেশে গিয়ে বিয়ে করি এবং এখান থেকে যথাযথভাবে ইমিগ্রেশন সম্পন্ন করে আমার স্ত্রীকে আনার পারমিশন পাই। সেই পারমিশন লেটার এবং আমার সম্পূর্ণ ডকুমেন্টস ভিএফএসে জমা দেই গত বছরের ফেব্রুয়ারিতে। কিন্তু আজও সেই ফাইলের কোনো খবর নেই। এদিকে ভিসা হতে দেরি হওয়ায় আমার পরিবারে বেশ কলহ তৈরি হয়েছে।’

আরেক প্রবাসী নয়া দিগন্তকে টেক্সট করে জানান, ‘ভিসা প্রক্রিয়া দেরি হওয়ায় তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন।’

এমতাবস্থায় পর্তুগাল প্রবাসীরা লিজবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের দ্বারস্থ হয়েছেন বলে জানান ওই প্রবাসী। বাংলাদেশ দূতাবাস লিজবনের দ্বিতীয় সচিব এবং দূতাবাস প্রধান আব্দুল্লাহ আল রাজী তাদের সমস্যার কথা শুনে যথাসাধ্য ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

প্রবাসীদের পক্ষে শিকদার, শোয়াইব, মামুন এবং শফিক চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসানকে ভুক্তভোগীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি দিয়েছেন।


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল