সাবেক এমপি শাহজাহান চৌধুরীর মুক্তির দাবিতে লন্ডনে মানববন্ধন
- লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
- ১৯ ডিসেম্বর ২০২১, ১৬:৫০, আপডেট: ২০ ডিসেম্বর ২০২১, ০০:৫৩
চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে লন্ডনে বসবাসরত বাংলাদেশীরা। শনিবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে আফতাব আলী পার্কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য ও ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা। সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন।
মুহাম্মদ মাজহারুল ইসলামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স প্রবাসী সৈয়দ ইমরান, সৌদি প্রবাসী এনামুল হক, সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার বদরে আলম দিদার, মো: তরিকুল ইসলাম, খাইরুল ইসলাম, রায়হান চৌধুরী, মো: ইকবাল হোসেন, সাইফুর রহমান পারভেজ, মাহিন খান, আহমেদ আলী, শাহান বিন নিজাম, মোহাম্মদ আমিনুল ইসলাম সফর, আমিনুল ইসলাম মুকুল, জামাল হুসাইন, মুন্না চৌধুরী প্রমুখ। আগত অতিথিদেরকে স্বাগত জানান সাবেক ছাত্রনেতা ব্যারিস্টার বেলাল রশিদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে গণতন্ত্র পুনরূদ্বারের লক্ষ্যে অনতিবিলম্বে বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর মুক্তির দাবি করেন। পাশাপাশি তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।