২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

খালেদা জিয়ার মুক্তির জন্য গান গাইলেন পোলিশ শিল্পী নাটালিয়া

বিএনপি-খালেদা জিয়ার মুক্তি
খালেদা জিয়ার মুক্তির জন্য গান গাইলেন পোলিশ শিল্পী নাটালিয়া - ছবি : সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে পোলিশ সঙ্গীত শিল্পী নাটালিয়া তার মুক্তির আবেদন সুরের মাধ্যমে তুলে ধরেন। গানটিতে মূলত খালেদা জিয়ার মুক্তি এবং উন্নত চিকিৎসা দাবি করা হয়।

এ ব্যাপারে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, ‘বাংলাদেশে জনগণের ভোটে নির্বাচিত তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দেশের মানুষের স্বপ্নের বাস্তবায়নকারী, আমাদের চোখের মণি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আজ এটাই সবার কাম্য। আজ অন্যায়, অবিচার আর পরাধীনতা আমাদের কুড়ে কুড়ে শেষ করে দিচ্ছে, এই কঠিন দুঃসময়ে বেগম জিয়াকে আমাদের ভীষণ প্রয়োজন। তিনি আমাদের আশা। তিনি আমাদের ভরসা।’

তিনি বলেন, বেগম জিয়াকে আমাদের জন্য লড়াই করতে হবে। প্রত্যেকটি বাঙালি আজ বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছে।
আমরা তাকে মুক্ত করবই ইনশাআল্লাহ্‌।’

কায়াস মাহমুদ বলেন, ‘বেগম জিয়া আমাদের মাঝে অবশ্যই সুস্থ্য হয়ে ফিরে আসবেন। ভালো দিন আসছে, বেগম জিয়াকে আমাদের পাশে থাকতে হবে। দিশেহারা বাঙালিকে সঠিক পথে বেগম জিয়াকেই আনতে হবে। আমরা আমাদের নেত্রীকে হারিয়ে যেতে দেবো না। আমরা আমাদের নেত্রীর অবদান কোনো দিন ভুলব না। আমরা বেগম জিয়ার পাশে আছি এবং থাকব। দেশবাসী খালেদা জিয়ার জন্য সোচ্চার হোন। দেশে বিদেশে খালেদা জিয়ার জন্য সমগ্র বাঙালি জাতি অশ্রু বিসর্জন দিচ্ছেন।’


আরো সংবাদ



premium cement
নিজ্জর-হত্যায় অভিযুক্ত ৪ ভারতীয়ের বিচার শুরু কানাডায় ফলোঅন এড়ালেও ভালো নেই বাংলাদেশ আইপিএল নিলামের প্রথম দিনে ব্যয় ৪৬৭.৯৫ কোটি রুপি : কে কোন দলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাত্রা বাড়াতে ট্রাম্প 'ভীষণ চিন্তিত' নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং

সকল