২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আসিফ আকবরের সাথে বিলেতের শিল্পী উমর ফারুকের ‘হে প্রভু’র উদ্বোধন লন্ডনে

আসিফ আকবরের সাথে বিলেতের শিল্পী উমর ফারুকের ‘হে প্রভু’র উদ্বোধন করা হয়েছে। - ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আসিফ আকবর ও লন্ডনে বসবাসরত শিল্পী উমর ফারুকের কণ্ঠে যৌথ সংগীত ‘হে প্রভু’র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাব অফিসে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে গানটি অবমুক্ত করা হয়।

‘হে প্রভু’ সংগীতটি লিখেছেন বাংলাদেশের বিখ্যাত গীতিকার কবির বকুল এবং সুর ও সংগীত করেছেন লন্ডনে বসবাসরত বিশিষ্ট সংগীত পরিচালক রাজা কাশেফ। ভিডিও নির্দেশনায় ছিলেন বাংলাদেশের সম্রাট আজাদ। গানটি এএসবি চ্যানেলে (আমার সোনার বাংলা চ্যানেল) নিয়মিত দেখা যাবে।

মিনারা মেঘনা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার কাউন্সিলর মুহম্মদ আহবাব হোসেন, ব্যবসায়ী মুকিম আহমেদ, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মিতু চৌধুরী, কাউন্সিলর ভিক্টোরিয়া অবজে, দর্পন ম্যাগাজিনের সম্পাদক রহমত আলী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল কাইয়ুম, জে ইউ এম নাজমুল হোসেন, এটিএন বাংলা ইউকে’র সাংবাদিক মোস্তাক বাবুল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, এনাম চৌধুরী, তানিম আহমেদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।


আরো সংবাদ



premium cement