২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পর্তুগালে লিজবন শিল্পীগোষ্ঠীর আয়োজনে প্রবাসীদের মিলনমেলা

- ছবি : নয়া দিগন্ত

প্রবাসের কর্মজীবনে সবাই একটু অবসর খোঁজে। পুরো সপ্তাহ কাজ করে শরীর যখন ক্লান্ত। ঠিক তখনই বিনোদন নিয়ে হাজির হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী সংগঠন লিজবন শিল্পীগোষ্ঠী। ইউরোপের মাটিতে বৈরি পরিবেশে অপসংস্কৃতির মোকাবেলায় সংস্কৃতি চর্চার জন্যই এ সংগঠনের জন্ম। প্রতিবছরই প্রবাসী বাংলাদেশিদের নিয়ে সংগঠনটি শিক্ষা সফরের আয়োজন করে। এবারেও তার ব্যাতিক্রম হয়নি।

গত ২৬ সেপ্টেম্বর লিজবনের মার্তিম মনিজ থেকে যাত্রা শুরু হয় এই সফরের। গন্তব্য লিজবনের কাজের দ্বীপ ত্রয়াতে। চারটি বাসে করে প্রায় ২০০ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যাত্রা শুরু হয় সকাল সাড়ে ৮টায়। এ সময় গান গেয়ে প্রবাসীদের মাতিয়ে রাখেন সংগঠনের শিল্পীরা।

বেলা আনুমানিক ১১টায় বাসগুলো গন্তব্যে পৌঁছে। প্রবাসীরা বাস থেকে নেমে যে যার মতো আনন্দ করতে থাকেন। এদিন দ্বীপটিকে মনে হয়েছে ছোট্ট এক বাংলাদেশ।

স্থানীয় সময় দুপুর ২টায় জোহরের নামাজ শেষে দুপুরের খাবার পরিবেশন করা হয়। তারপর শুরু হয় সফরের মূল আনুষ্ঠানিকতা । এ সময় আয়োজন করা হয় হাড়ি ভাঙ্গা ও মোরগ লড়াই প্রতিযোগিতার। আয়োজকরা বাংলাদেশী সংস্কৃতি নিয়ে সবাইকে শৈশবের কথা মনে করিয়ে দেয়। সবশেষ ছোট্ট পরিসরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণ।

সংগঠনের সভাপতি হাফিজ মেস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রথমেই কোরআন তেলাওয়াত করেন মার্তিম মনিজ জামে মসজিদের দ্বিতীয় ইমাম আনোয়ার হোসেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের পৃষ্টপোষক সামসুল ইসলাম। লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল খান। সবার উদ্দেশ্য নসিহত পূর্ণ বক্তব্য রাখেন ইসলামি ও সামাজিক সংগঠন সিআরআইপিটির কেন্দ্রীয় সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবু নাইম শহিদুল্লাহ।


আরো সংবাদ



premium cement