২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বারেইরো পর্তুগালের কমিটি ষোঘণা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বারেইরো পর্তুগালের কমিটি ষোঘণা - ছবি : সংগৃহীত

“‘চলবো মোরা একসাথে‘ ‘জয় করবো মানবতাকে’” স্লোগানকে সামনে রেখে গত ১৪ জুন প্রতিষ্ঠিত হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ বারেইরো, পর্তুগাল।

জানা যায়, সংগঠনটির লক্ষ্য পর্তুগালের বারেইরোতে অবস্তানরত বাংলাদেশীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা। আঞ্চলিকতার সংকীর্ণতাকে উড়িয়ে দিয়ে প্রবাসের মাটিতে এক বাংলাদেশী হিসেবে ঐক্যের সেতু বন্ধন তৈরি করা।

এ দিকে অ্যাসোসিয়েশনের মাধ্যমে বারেইরোতে একটি ইসলামিক কালচারাল সেন্টার বা মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে ইতোমধ্যে। যাতে মুসলিম ধর্মাবলম্বীরা এখানে তাদের ধর্ম পালনের সুযোগ পায়। তাছাড়া পর্তুগালের মূলধারার সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি আদান-প্রদানের মাধ্যমে বারেইরোতে বাংলাদেশী কমিউনিটির একটি ইতিবাচক অবস্তান তুলে ধরতে কাজ করবে সংগঠনটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় একটি হলে সংগঠনটির ২০২১-২০২২ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযাদ্ধা কাজী ফেরদৌস আহমদ। অনুষ্ঠানে অতিথী ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফা মিয়া, আবুল কাহার ও আব্দুস সালাম।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আখতার মিয়া চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন মইন উদ্দিন মনি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পাঠ করেন আব্দুস শাকুর। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন অনুষ্ঠানের সভাপতি কাজী ফেরদৌস আহমদ।

এ সময় জুবের আহমদকে সভাপতি ও জহির আহমদ পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যের কমিটি গঠন করা হয়।

কমিটির বাকি সদস্যরা হলেন- আব্দুস শাকুর সহ-সভাপতি, মইন উদ্দিন মনি সহ-সাধারণ সম্পাদক, আহমদ হোসাইন সাংগঠনিক সম্পাদক, তাজুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক, আখতার মিয়া চৌধুরী অর্থ সম্পাদক, নাজমুল হোসাইনকে সাহিত্য ও ক্রীড়া সম্পাদক, আজিজুর রহমান সুজনকে সমাজ কল্যাণ সম্পাদক, মোশাররফ হোসাইন সজলকে দফতর সম্পাদক এবং রাজীব মিয়া প্রচার সম্পাদক।

নবনির্বাচিত কমিটির সভাপতি জুবের আহমদ সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো সংগঠনকে এই দেশে নিবন্ধিত করা, আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এবং আগামী কয়েক দিনের মধ্যে আমরা সেই নিবন্ধনের জন্য আবেদন করতে পারবো, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা চাই এদেশের মূলধারার সাথে সম্পৃক্ত হতে, এজন্য রাজনৈতিক দল পিসিপি-এর সাথে মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। আমাদের কমিউনিটির সমস্যা কী এবং প্রয়োজনীয়তা কী সেই বিষয়ে আমরা তাদেরকে জানাবো। অচিরেই সরকারি দল পিএস থেকে নির্বাচিত বারেইরো মিউনিসিপ্যালের মেয়রের সাথে সাক্ষাতের পরিকল্পনার কথা তিনি জানান।’

তিনি বলেন, ‘আমাদের এলাকায় একটি মসজিদ অতি জরুরি। এজন্য জায়গা দেখার কাজ চলতেছে। আশা করি, অতি দ্রুতই আমরা একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করতে পারবো।’

এ সময় আগামী ঈদুল আযহার পর একটি শিক্ষা সফরের আয়োজন করার পরিকল্পনা জানান তিনি। সেই লক্ষ্যে অচিরেই একটি কমিটি গঠন করা হবে। তাদের কাজ হবে জায়গা নির্ধারণ করে তার বন্দোবস্ত করা।

তিনি প্রত্যেক সদস্যেকে তাদের কর্মপরিকল্পনায় অংশগ্রহণ করে সহযোগিতার হাত প্রসস্থ করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য অনেক দূর, স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের কমিউনিটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।’


আরো সংবাদ



premium cement