পর্তুগাল প্রাথমিকভাবে করোনার ৬.৯ মিলিয়ন ভ্যাকসিন পাবে
- জুবের আহমদ, পর্তুগাল থেকে
- ২০ আগস্ট ২০২০, ০৯:৫৩
যদি ভ্যাকসিনের সমস্ত ক্লিনিক্যাল ট্রায়াল সফল হয় তবে এ বছরের শেষের দিকে পর্তুগালে আসতে পারে কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান। আস্ট্রজেনেকা পরীক্ষাগারে ৩০০ মিলিয়ন ভ্যাকসিনের অর্ডার করেছে ইউরোপীয় ইউনিয়ন, যা সদস্য দেশগুলোতে বিতরণ করা হবে।
যেহেতু ভ্যাকসিনগুলো ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ ও দেশের বাসিন্দার সংখ্যা অনুযায়ী আনুপাতিকভাবে বিতরণ করা হবে, তাই পর্তুগাল প্রাথমিকভাবে মোট ৬.৯ মিলিয়ন ভ্যাকসিন পাবে। পর্তুগালের মোট জনসংখ্যার ৬০ ভাগ লোক ভ্যাকসিনের আওতায় আসবে।
ইউরোপীয় ইউনিয়ন যে ভ্যাকসিনগুলো অর্ডার করেছে তা ইউরোপীয় কমিশনের জরুরি সহায়তা তহবিল দ্বারা অর্থায়ন করা হবে।
যদি ফরাসি ফার্মাসিউটিক্যাল ল্যাবরেটরি অ্যাস্ট্রাজেনেকার এই ভ্যাকসিনটি সফল হয়, তবে আশা করা যায়, আরো ১০০ মিলিয়ন ভ্যাকসিন ইউরোপীয় কমিশন কিনবে। এই মুহূর্তে, ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণের জন্য ক্লিনিকাল ট্রায়ালগুলোর তিনটি ধাপের মধ্যে দ্বিতীয় ধাপে আছে। তবে ভ্যাকসিনটি দ্বিতীয় ধাপে থাকা অবস্থায়ই আশানুরূপ ফলাফল দেখাচ্ছে যা নিঃসন্দেহে ইউরোপীয় ইউনিয়ন তথা বিশ্বের জন্য সুসংবাদই বটে।