গ্রিসে বাংলাদেশ কমিউনিটির ঈদুল আজহা উদযাপন
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ আগস্ট ২০২০, ১২:০৫
উৎসাহ, উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’র আয়োজনে এথেন্সের কুমুদুরু পার্কে গ্রিসের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিনসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশি সেখানে ঈদের নামাজ আদায় করেন। পরে বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান এবং মানুষে মানুষে সম্প্রীতি ও সহমর্মিতার আহ্বান জানান।
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঈদের জামায়াতে গ্রিক সরকারের নির্দেশনা অনুযায়ী শারীরিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরাসহ সব ধরনের সতর্কতা অবলম্বন করে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি নামাজ আদায় করেন।
ঈদের নামাজ আদায়ের আগে রাষ্ট্রদূত তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক প্রবাসী বাংলাদেশিদের জীবন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ ঈদে আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে প্রবাসীদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সূত্র: ইউএনবি