২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

আরব আমিরাতে করোনায় ৬১ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু

আরব আমিরাতে করোনায় ৬১ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু - সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসের সংক্রমণ কমে এলেও প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ৬১ জনের বেশি প্রবাসী বাংলাদেশী। সর্বশেষ রোববার পর্যন্ত দেশটিতে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬৪ জন।

চলতি বছরের ২৯ জানুয়ারি আমিরাতে প্রথম আক্রান্ত রোগী পাওয়া গেলেও ২০ মার্চ প্রথমবারের মতো দু'জন আক্রান্ত ব্যক্তির মৃত্যুর খবর স্থানীয় সংবাদপত্রে আসে। গত ২৬ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রথম বাংলাদেশী মারা যান। এরপর থেকে নিয়মিত বাড়ছে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা। মাত্র ৬৭ দিনের ব্যবধানে এটি সমানুপাতিক হারে দাঁড়িয়ে গেছে।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে কোন দেশের নাগরিক কতজন আক্রান্ত হয়েছেন এই হিসাব না জানালেও মৃত্যুর সংখ্যা ও মৃত ব্যক্তির সম্পর্কে জানানো হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে তুলনামূলকভাবে কোভিড-১৯ আক্রান্ত বাংলাদেশীদের মৃত্যুর হার বেশি। রোববার পর্যন্ত ৬১ জনের বেশি বাংলাদেশী করোনায় মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ কমাতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে আমিরাতের স্বাস্থ্য ও প্রশাসনিক দপ্তর। রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত জীবাণুনাশক স্প্রে কর্মসূচি এখনো রয়েছে। বর্তমানে প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০ হাজারের মতো নাগরিকের করোনা পরীক্ষা করছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।

সর্বশেষ রোববার ৩১মে ২০২০ পর্যন্ত আমিরাতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৫৫৭ জন। এখন পর্যন্ত দেশটিতে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৯৩২ জন।


আরো সংবাদ



premium cement
৭ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে চেপে ধরেছে বাংলাদেশ লাখ টাকার প্রলোভনে শাহবাগে এত লোক কিভাবে এলো? কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু হিজবুল্লাহ কমান্ড সেন্টারে ইসরাইলি হামলা রাজশাহীতে প্রথম আলো পত্রিকায় আগুন ও সাইনবোর্ড ভাঙচুর রোহিঙ্গাদের আশ্রয়স্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে : পররাষ্ট্র সচিব আড়াইহাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৬ শ্রম সংস্কারে অন্তর্বর্তী সরকারের অগ্রগতিতে মার্কিন প্রতিনিধিদলের প্রশংসা আইপিএলে রেকর্ড গড়লেন ১৩ বছর বয়সী বৈভব সিলেটে ট্রাক ও বাসচাপায় নিহত ২ মানিকগঞ্জে প্রলোভন দেখিয়ে শাহাবাগে লোক নেয়ার মূলহোতা দবিরসহ আটক ৫

সকল