২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বেগম জিয়ার মুক্তির মধ্য দিয়ে দেশে শান্তি ফিরে আসবে : আমিরাত শ্রমিক দল

ইউএই শ্রমিকদলের জরুরি সভায় বক্তব্য রাখছেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম এরশাদুল আলম - নয়া দিগন্ত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির মধ্যে দিয়ে দেশে শান্তি ফিরে আসবে। শোষণ করে কোনো অবৈধ সরকার ক্ষমতায় চিরস্থায়ী হতে পারেনি, সুতরাং দেশের জনগণ এই সরকারের পতন নিশ্চিত করে তার দাঁতভাঙা জবাব দিয়ে দিবে। জাতীয়তাবাদী শ্রমিক দল সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটি জরুরী সভায় বক্তারা এসব কথা বলেন।

সংযুক্ত আরব আমিরাতের শারজায় মাম রেষ্টুরেন্টে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মাহে আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম এরশাদুল আলমের সঞ্চালনায় সূচনা বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দল ইউএই কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি শহীদুল্লাহ রাব্বি শিমুল, প্রথম সহ-সভাপতি গাজী জাকের হোসেন, সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সভাপতি হোসাইন মোহাম্মদ জাহাঙ্গীর।

সূচনা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আবদুর রহিম মিলন, দুবাই শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পিয়ারু, শারজাহ শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক কবির হোসেন, মোহাম্মদ রফিক, আবদুল খালেক ঈমন, কাওসার আহম্মেদ, আল আইন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, ইউএই শ্রমিক দলের যুববিষয়ক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-আহবায়ক মিজানুর রহমান লিংকনসহ দলের নেতৃবৃন্দ।

আলোচনায় শারজাহ শ্রমিক দলের সভাপতি নেজাম উদ্দিনের ছোট ভাই ও এক সহ-সভাপতির বাবা-মায়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভায় সকলের সর্বসম্মতিক্রমে আগামী ১৫ নভেম্বর ইউএই নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ১০১ সদস্য বিশিষ্ট কমিটির অভিষেক করার সিদ্ধান্ত গৃহীত হয়।


আরো সংবাদ



premium cement