দুবাইয়ে বিশ্বের বৃহত্তম পান্না কাটা হীরা উন্মোচন
- এম এম সাহরিয়া, শারজাহ থেকে
- ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:২১
বৃহস্পতিবার দুবাই ভিত্তিক ডায়মন্ড ট্রেডিং সংস্থা নেমেসিস ইন্টারন্যাশনাল বিশ্বের বৃহত্তম 'ডি বর্ণের' বিরল হীরা প্রকাশ করেছে। পান্না কাটা এই হীরাটি বিশ্বে দুর্লভ হীরাগুলোর মধ্যে অন্যতম। 'ডি বর্ণের' এই হীরাটি বিশ্বের সবচেয়ে মূল্যবান রুক্ষ হীরা 'নক্ষত্রমন্ডল' থেকে প্রাপ্ত, যার ওজন ৮১২.৭৭ ক্যারেট এবং এর বর্তমান বাজার মূল্য প্রায় ৬৩ মিলিয়ন ইউএস ডলার।
বর্তমানে প্রাপ্ত প্রযুক্তিগতভাবে উন্নত সরঞ্জামগুলি ব্যবহার করে হীরাটির মূল্যায়ন, ম্যাপিং এবং পোলিশিং প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১৮ মাসের বেশি সময় লেগে যায়। এই হীরাটির প্রক্রিয়াজাত কাজ সমাপ্ত করে সংযুক্ত আরব আমিরাতের আলমাস ডায়মন্ড সার্ভিস।
নেমেসিস ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা কোনেমা মভেঞ্জে বলেন,‘সংযুক্ত আরব আমিরাতে গত ১৮ মাস ধরে কাটা ও পালিশ করা বিরল ‘ডি বর্ণের’ হীরাটি উপস্থাপন করতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। বিশ্ব মঞ্চে ডায়মন্ড শিল্পে সংযুক্ত আরব আমিরাতের উত্থান এখন স্বীকৃত। এই অবিশ্বাস্য কৃতিত্বটি এই অঞ্চলের একটি নতুন শিল্পের সূচনা করবে।’
উল্লেখ্য, ডায়মন্ড শিল্পে আরব আমিরাত বিশ্বের এক অন্যতম গুরুত্বপূর্ণ দেশে পরিণত হয়েছে। কেবল ২০১৮ সালেই আমিরাতে প্রায় ২৫ বিলিয়ন ডলারের ডায়মন্ড লেনদেন হয়েছে এবং আমিরাত এখন নিউ ইয়র্ক, অ্যান্টওয়ার্প এবং মুম্বাইয়ের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ডায়মন্ড শিল্পের কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করেছে।