২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

দুবাইতে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার পেলো সততার সম্মাননা পদক

দুবাইতে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভার পেলো সততার সম্মাননা পদক - ছবি : নয়া দিগন্ত

দুবাইতে মোহাম্মদ নাজিম নামে বাংলাদেশী ট্যাক্সি ড্রাইভারকে সততার সম্মাননা পুরস্কার দিলো দুবাই পুলিশ কর্তৃপক্ষ। মোহাম্মদ নাজিমের গাড়িতে যাত্রীর ফেলে যাওয়া টাকা ভর্তি একটি মানি ব্যাগ পুলিশের কাছে জমা দেয়ার পর দুবাই পুলিশ তাকে একজন সৎ ট্যাক্সি ড্রাইভার হিসেবে এ সম্মাননা পদক দিলো।ব্যাগটি ছিল ব্রাজিলিয়ান ফুটবল খেলোয়াড় বিসমার্ক ফেরেরার, যিনি খোর ফাক্কানে ফুটবল খেলতে এসেছিলেন ।

ড্রাইভার মুহাম্মদ নাজিম জানায় ‘আমি যখন টাকার ব্যাগটি পিছনের সিটে দেখি তখনই আমি তাড়াতাড়ি থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছ’। পুলিশ আমাকে বলেছিল যে, তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবে। পরবর্তীতে দুবাই পুলিশ মোহাম্মদ নাজিমের সাথে দেখা করে তাকে এ সম্মাননা পদকে ভূষিত করেন।পদকে ভূষিত হওয়ার পর নাজিম তার সহকর্মী অন্য ড্রাইভারদের উদ্দেশ্য করে বলেন, তাদের কাছে হারিয়ে যাওয়া যাত্রীদের যে কোনও বস্তু, নগদ অর্থ ইত্যাদি তারা যেন তত্ক্ষণাত পুলিশের কাছে হস্তান্তর করে ।


আরো সংবাদ



premium cement