ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিএনপির বিক্ষোভ
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ মে ২০১৯, ১৯:৩২, আপডেট: ১৮ মে ২০১৯, ১৯:৩৭
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য শাখা বিএনপি।
১৬ই মে বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পরিচলনায় যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে বেগম জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর থেকে ‘সকল রাজনৈতিক মিথ্যা মামলা’ প্রত্যাহারসহ সারা দেশের বিভিন্ন কারাগারে অন্যায়ভাবে কারান্তরীণ বিএনপির নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানানো হয় উক্ত সমাবেশ থেকে।
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ সভাপতি মন্জুর হাসান পল্টু, যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন। এ ছাড়াও অন্যান্য নেতাকর্মীদের মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিস্টার মাওদুদ আহমেদ, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, লন্ডন মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ তারিকুল ইসলাম, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক জুল আফরোজ মজুমদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহ আন্তর্জাতিক সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ মাহবুব আলী খানসুর, হাবিবুর রহমান, মুহাম্মদ মুজাহিদ খালেদ (পাভেল), নওশীন মোস্তারী মিয়া সাহেব, মোহাম্মদ ওমর ফারুক, মো: রাকিব হাসান, শেখ কামরুজ্জামান, আব্দুল আলিম, মো: সেলিম রেজা, রাজু আহাম্মদ, মোহাম্মদ সাব্বির উল্লাহ, সামিউজ্জামান সিদ্দীকি, মহম্মদ ইমরান হোসাইন, জাকির হোসেন, ইমামুল আরাফাত হিমেল, মো: কবির উদ্দিন, মো: মহিন উদ্দিন, মো: সালাহ উদ্দিন, মো: বেলাল হোসাইন পাশা, মো: হাসনাইন, সাইফুল ইসলাম, মো: নূরে আলম সোহেল, এএ ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ মাসউদুল হাসান, মো: শহীদ সরোয়ার, মো:রাসেল মাহমুদ, মো: শাখাওয়াত হোসাইন, মো: আশিকুল ইসলাম, মোহাম্মদ সাদেকুর রহমান, এম এ শামীম, কাজী ফয়সাল আহমেদ, মো: দেলোয়ার হোসাইন, মো: শামিমুল হক, মো: নাজমুল আহসান, এস এম ওমর পারভেজ, দেলোয়ার হোসাইন, জামাল মিয়া, রুয়েল মিয়া, সালমান সাদি, আল নাহিয়ান বিন মুরাদ, মোহাম্মদ রিফাত মাহমুদ ভূইয়াঁ, হুমায়ুন কবির, হোসাইন ইমাম তৌফিক, শরীফ মহম্মদ করিম, শামীম পারভেজ জুয়েল, মো: মিলন, তানবীন আহমেদ, মো: মারুফ হোসাইন, মোহাম্মদ তারেক ইকবাল, মো: মাহবুবুল আলম, জুবায়েল আহমেদ হোসেন ইমাম তৌফিক, মোহাম্মদ লুৎফুল আরেফিন, আব্দুল গাফ্ফার খান প্রমুখ উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন।