ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ইফতার মাহফিল
- ফ্রান্স থেকে প্রতিনিধি
- ১৫ মে ২০১৯, ১৬:২৭
সুধীদের সম্মানে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলমিক সেন্টারের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা গত রোববার অত্র সেন্টারে অনুষ্ঠিত হয়। সেন্টারের সভাপতি জনাব সিরাজুল ইসলাম সালাহউদ্দিনের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
শুরুতে তাফসির পেশ করেন সেন্টারের ইমাম মাওলানা আহমাদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফ্রান্সের ম্যারী দো স্থা মেয়র ইজুদ্দিন তাইবি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ম্যারি দো স্থার সিকিউরিটি ও হিজেন চীফ জনাব বেনাই, ম্যারী ক্যাবিনেট ডিরেক্টর জনাব মারদী, সেন্ট-সেন্টডেনিস-এ পাদ্রী মি. জন, সিএফসিএমের প্রতিনিধি জনাব মিরজাক।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা জামিলুর রহমান, বঙ্গবন্ধু পরিষদ সেক্রেটারী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব আশরাফুল ইসলাম, বিএনপির সাবেক সভাপতি জনাব সিরাজুল ইসলাম মিয়া, জাতীয় পার্টি সভাপতি জনাব আলমগীর হোসেন প্রমুখ।
কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএ ফ্রান্স সভাাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুখ খান, বরিশাল বিভাগীয় সভাপতি ও আওয়ামীলীগ নেতা মোতালেব খান, মসজিদ সেক্রেটারী খন্দকার হোসেন, মেট্টহোস মসজিদ জয়েন্ট সেক্রেটারী জনাব জহিরুল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আবুল খায়ের লস্কর, মসজিদ সহসভাপতি কামরুল হাসান প্রমুখ।
অতিথিবৃন্দ রমজান মাসের গুরুত্ব ও ফজিলতসহ ভ্রাতৃত্বের উপর বিশেষ আলোকপাত করেন।