২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

ফ্রান্সে ইউরোপীয় মুসলমানদের সম্মেলন শুরু

ফ্রান্সে ইউরোপীয় মুসলমানদের সম্মেলন শুরু - নয়া দিগন্ত

ফ্রান্সে প্রতি বছরের ন্যায় ২০১৯ সালেও ‘অধ্যয়ন, সংগঠন ও দায়িত্ববোধ’ শ্লোগানকে সামনে রেখে ‘মুসলমান দো ফ্রান্স’-এর উদ্যোগে ইউরোপের মুসলিমদের সর্ববৃহৎ ৩৬তম বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হওয়া এই সম্মেলন চলবে আগামী সোমবার (২২ এপ্রিল) পর্যন্ত। প্রতিবছর এই সম্মেলনে সব বয়সের পুরুষ ও নারী, বিভিন্ন জাতীয়তা এবং বিভিন্ন রাজনৈতিক ও ধর্মের মানুষ একত্রিত হয়ে থাকে। সম্মেলনে সাংস্কৃতিক ও বাণিজ্যিক প্রদর্শনীর পাশাপাশি আধ্যাত্মিক ও শৈল্পিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

উদ্বোধনী দিন শুক্রবার দুপুর ১টায় শুরু হয়ে এ সম্মেলন চলে রাত ১২টা পর্যন্ত। শনিবার ও রোববার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ও শেষদিন সোমবার সকাল ৯টায় শুরু হয়ে বিকাল ৬টায় এর সমাপ্তি হবে। সম্মেলনে প্রবেশ করতে একসাথে ৪দিনের টিকেট করলে শিশুদের (৬-১২)জন্য ১৫ ইউরো ও বড়দের জন্য ২৫ ইউরো। আর প্রতিদিনের জন্য শিশুদের ৮ইউরো ও বড়দের ১২ইউরো করে।

ব্যতিক্রমধর্মী এ সম্মেলনে উপস্থিত হয়ে বিভিন্ন ইসলামী চলচিত্র উপভোগ করার সুযোগ আছে। পাশাপাশি ইসলামী চলচিত্র নির্মাণকে উৎসাহিত করার জন্য সেমিনারও আয়োজন করা হয়।

তাছাড়া মহানবী (স) এর ওপর বিভিন্ন প্রদর্শনী ও বর্নণা যে কারও মন জয় করে। ক্যালীগ্রাফি প্রদর্শনী, বিভিন্ন শিশুতোষ প্রতিযোগিতা, বায়তুল মোকাদ্দাস-এর ডামী প্রদর্শনী ও শিশুদের জন্য পাজেল প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান বিপুল দর্শকদের আকৃষ্ট করে। ব্যবসায়ে উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ কর্মশালা ও উৎসাহ প্রদান সংক্রান্ত আলোচনার আয়োজন করা হয়েছে এতে। আছে যুবক-যুবতীদের অংশগ্রহণে ক্যাফে বিতর্ক আলোচনা অনুষ্ঠান।

নৈতিক পরিবার গঠনে পরস্পরের ভূমিকা নিয়ে চমৎকার আলোচনা হয় এখানে। বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসা সচেতনতায় রয়েছে প্রদর্শনী ও আলোচনা। শিশুদের ৩টি স্তরে রয়েছে কয়েকটি প্রতিযোগিতা। ইসলামে হালাল-হারামের বিধানসহ নানান বিষয়ের জন্য একটি ফতোয়াবোর্ড। যেখানে রয়েছে প্রয়োজনীয় মাসালা জানার অপূর্ব সুযোগ। একই হলে আছে আরও অনেক ধরনের প্রদর্শনীর আয়োজন।

এছাড়া সম্মেলনের মূল কনফারেন্স রুমে বিশ্বের শীর্ষস্থানীয় স্কলাররা নানা বিষয়ে বক্তব্য রাখেন। মুসলিম ও অমুসলিমরা এখানে তাদের মতামত পেশ করার সুযোগ পান । মুসলমানদের জন্য পশ্চিমা বিশ্বে চ্যালেঞ্জ মোকাবেলা করে নিজেদের অবস্থান ও অস্তিত্ব টিকিয়ে রাখার ব্যাপারে বিশেষ আলোকপাত করা হয়।

পাশাপাশি সম্মেলনের সেমিনার কক্ষ নির্ধারিত বিষয়ে যুবক-যুবতীরা আলোচনায় অংশগ্রহণ করে। আলোচনার পাশাপাশি সেখানে দর্শকদের প্রশ্ন-উত্তরের ব্যবস্থাও থাকে।

তাছাড়া এখানে ইসলামী নানা পোষাকসহ সব ধরনের পোষাক, পবিত্র কোরআন-হাদীসসহ নানান বই, শিশুদের জন্য নানান খেলনা ও  খেলাধুলার জন্য মিনি পার্কেরও ব্যবস্থা রয়েছে এখানে। খাবার ও চ্যারিটি সংগঠনগুলোর নানান প্রদর্শনী সাথে আছে নামাজের ব্যবস্থা।

পাশাপাশি হিফজুল কুরআন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে এখানে। এই প্রতিযোগিতা তরুণদের মধ্যে পবিত্র কোরআনের শিক্ষাকে নিঃসন্দেহে আরও ব্যাপক করবে। আর এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য রয়েছে পুরস্কারের ব্যবস্থাও।


আরো সংবাদ



premium cement
শেরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু গণমাধ্যমে হামলা হলে অবশ্যই ব্যবস্থা নেব : তথ্য উপদেষ্টা নাহিদ গণমাধ্যমের ওপর হামলা সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জাপানে রকেট পরীক্ষাস্থলে ভয়াবহ আগুন সিলেটে ইউপি চেয়ারম্যানসহ আটক ৩ আদানির সাথে বিদ্যুৎ চুক্তি : হাইকোর্টের লিখিত আদেশ প্রকাশ কুমিল্লা সীমান্তে মাদকসহ ভারতীয় নাগরিক আটক এশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে রাশিয়ার পাল্টা হুমকি ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত বিক্ষোভে উত্তাল পাকিস্তানে নিহত আরো ৬, সেনা মোতায়েন রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ

সকল