রোহিঙ্গাদের নিয়ে নিউ ইয়র্কে সাংবাদিক সানাউল হকের একক চিত্রপ্রদর্শনী
- যুক্তরাষ্ট্র সংবাদদাতা
- ২৪ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫৪
রোহিঙ্গাদের মানবিক বিপর্যয়ের দৃশ্যগুলো বিশ্বময় ছড়িয়ে দিতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ড্রাইভারসিটি প্লাজায় একক চিত্রপ্রদর্শনীর আয়োজন করেছেন বাংলাদেশের নিউ এইজ পত্রিকার সাবেক প্রধান ফটোগ্রাফার সানাউল হক।
শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ প্রদর্শনী। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত নিউ ইয়র্ক স্টেইটের কাউন্সিল ওমেন ক্যাটরিনা ক্রোজ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড রোহিঙ্গা অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মুহাম্মদ ইউসুফ, বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট আবু জাফর মাহমুদ, সাউথ এশিয়ান সলিডারিটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমরান আনসারী, ভয়েস আমেরিকার সাংবাদিক আকবর হায়দার, ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী প্রমুখ।
ক্যাটরিনা ক্রোজ এসময় বলেন, অমানবিক বিপর্যয়ের বিষয়টি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা যুক্তরাষ্ট্রে রাজনীতি করি তাদের মাঝে বিষয়টি ছড়িয়ে দিতে হবে। যুক্তরাষ্ট্রকে এ জনগোষ্ঠীকে রক্ষায় আরো সম্পৃক্ত হতে হবে।
তিনি আরো জানান, সানাউল হক এ চিত্র প্রদর্শনীর মাধ্যমে শুধু সাংবাদিকতাই করেননি। তিনি মানবতার পক্ষে জনসচেতনতা তৈরীতে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ ইউসুফ বলেন, বাংলাদেশে রোহিঙ্গারা চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। মিয়ানমার সরকার এ মানবিক বিপর্যয়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। তাদের আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের মুখোমুখি করতেই হবে।
ইমরান আনসারী বলেন, বাংলাদেশে ফেরার পর রোহিঙ্গারা কি ধরণের মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন তার প্রমাণ উপস্থাপনে এ প্রদর্শনী কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, গণহত্যার জন্য মিয়ানমার সরকারকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।
আবু জাফর মাহমুদ বলেন, একটি মানবিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব রয়েছে এ জনগোষ্ঠীর মানুষদের রক্ষায় যুক্তরাষ্ট্রের আরো বেশি সম্পৃক্ত হবার।