২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা

এ প্রতিবাদ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা - ছবি : নয়া দিগন্ত

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক কাজী আলামিনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহার ও তাকে আটকের প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করা হয়েছে। এ প্রতিবাদ সভার আয়োজন করে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মালয়েশিয়ার হাংতুয়া আপন রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম বশির আলমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদার।

সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ।

প্রতিবাদ সভায় প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলি খান জুয়েল। বিশেষ অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপি সহ-সভাপতি ডক্টর এস এম রহমান তনু, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন প্রমুখ।

সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মোশারফ হুসাইন হৃদয়, কুয়ালালামপুর মহানগর শাখার সহ-সভাপতি গোলাম কবির প্রমুখ।

অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক তারেক সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল ইমরান, কুয়ালালামপুর মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি আক্তার গাজী, সহ-সভাপতি ফোরকান শাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, আজিজুল হক ও আব্দুস শুক্কুর, সহ-সাংগঠনিক সম্পাদক আলিম উল্লাহ প্রমুখ।

প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এম মোজাম্মেল হক প্রধান এবং মোনাজাত পরিচালনা করেন তালহা মাহমুদ।


আরো সংবাদ



premium cement