মালয়েশিয়ায় প্রতিবন্ধী নারীকে মারধরের অভিযোগে ১ বাংলাদেশীর সাজা
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০৩
মালয়েশিয়ার একটি দোকানের কর্মচারী, বাংলাদেশী নাগরিক মিয়া মো: রকিব (২২) নামে এক প্রতিবন্ধী নারীকে (OKU) আঘাত করা এবং অবৈধভাবে আটকে রাখার অভিযোগে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন।
এ ঘটনায় মালয়েশিয়ার মেলাকা টেঙ্গাহ অঞ্চলের একটি আদালত তাকে ২,০০০ রিঙ্গিত (প্রায় ৫০,০০০ টাকা) জরিমানা করেছেন।
সোমবার ম্যাজিস্ট্রেট নূর আফিকাহ রাধিয়াহ জাইনুরিন এই রায় ঘোষণা করেন। অভিযুক্ত ব্যক্তি আদালতে তার দোষ স্বীকার করলে এই সাজা ঘোষণা করা হয়।
২০২৪ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মিয়া মো: রকিব ও তার এক সহযোগী ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে মেলাকার তামান তাসিক উত্তমার পাংসাপুরি কেসিদাং এলাকার একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সেখানে তাকে অবৈধভাবে আটকে রাখা হয়।
নারীর পরিবার প্রায় ৩০ মিনিট পর তাকে খুঁজে পায়। সে সময় তার হাত ও পা মোবাইল ফোনের চার্জারের তার দিয়ে বাঁধা ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিয়া মো: রকিবের বিরুদ্ধে দু’টি অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগটি হলো ইচ্ছাকৃতভাবে শারীরিক আঘাত করার জন্য মালয়েশিয়ার ফৌজদারি দণ্ডবিধির অধীনে মামলা দায়ের করা হয়। দ্বিতীয় অভিযোগটি ছিল অবৈধভাবে কাউকে আটকে রাখার বিরুদ্ধে, যা দণ্ডবিধির ৩৪২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
রকিবের সহযোগী এখনো ধরা পড়েনি এবং মালয়েশিয়ার আইন প্রয়োগকারী সংস্থাগুলো তার সন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা