২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি সংগঠন বিএটিসির কমিটি গঠন

- ছবি : নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি সংগঠন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশনের (বিএটিসি) নতুন কমিটি গঠিত হয়েছে।

গত বুধবার নিউ ইয়র্কের জামাইকায় অবস্থিত মেহমান রেস্টুরেন্টে এক সাধারণ সভায় সংগঠনের এ কার্যকরী কমিটি গঠন করা হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মিজান চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমেদ সোহেল।

এই কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি ড. মোহাম্মদ শফি চৌধুরী, সহসভাপতি মাহফুজ রহমান, সহসভাপতি-রায়ান তাজ, যুগ্ম সম্পাদক রাশেদুল আলম (রিমেল), যুগ্ম সম্পাদক সাদাত হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ তোরিকুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ মো: জসিম উদ্দিন, সংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, প্রকল্প ব্যবস্থাপক মো: রাব্বি (আরমান), মিডিয়া ও প্রচার সম্পাদক মো: আজাদ, সদস্যপদবিষয়ক চেয়ারম্যান মো: আসাদুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সংগীত সাহা, মোহাম্মদ আনিসুর রহমান, মো: সামদানি ও মো: আব্দুল করিম।

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত আইটি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত এই সংগঠনটির পরিচিতি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইটি বিশেষজ্ঞ ও কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আহমেদ সোহেল। সভাপতিত্ব করেন আইটি বিশেষজ্ঞ ও কমিটির নবনির্বাচিত সভাপতি মিজান চৌধুরী। বিশেষ এই আলোচনা সভায় উপিস্থিত থাকেন বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান আইটি বিশেষজ্ঞরা।

সংশ্লিষ্টরা জানান, বিশ্বব্যাপী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ব্যাপক প্রসারে আমেরিকার বিভিন্ন আইটি সেক্টরে কাজ করা অসংখ্য বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান আইটি ও সফটওয়্যার বিশেষজ্ঞরা এখন এই খাতে বাংলাদেশের সম্ভাবনার দরজা আরো ব্যাপক পরিসরে উন্মোচনের জন্য গভীর আগ্রহ নিয়ে এগিয়ে এসেছে।

এ লক্ষ্যে বাংলাদেশী বংশোদ্ভুত আইটি বিশেষজ্ঞ গ্লোবাল ফিন্যান্সিয়াল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ও হেড অব নেটওয়ার্ক বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বাংলাদেশী আইটি প্রতিষ্ঠান আইডাটাকোর ইমফোটেকের সিইও ও নিউ ইয়র্কের বোর্ড অব এডুকেশনে কর্মরত সিনিয়র আইটি বিশেষজ্ঞ আহমেদ সোহেল সম্প্রতি নিউ ইয়র্কে অন্যান্য আইটি বিশেষজ্ঞদের নিয়ে এ সংগঠনটি গঠন করেন।

বাংলাদেশী-আমেরিকানদের মধ্যে সংযোগ গড়ে তোলার জন্য একটি টেকসই প্ল্যাটফর্ম তৈরি করার ব্যাপারে গুরুত্বারোপ করেন, যেখানে তারা আইসিটি ক্ষেত্রে একে অপরের সাথে সহযোগিতা, মেন্টরশিপ ও অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন।


আরো সংবাদ



premium cement
ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

সকল