মালয়েশিয়া স্বাস্থ্যসেবা বাংলাদেশ সপ্তাহ অনুষ্ঠিত
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪৮
মালয়েশিয়াকে একটি শীর্ষ স্বাস্থ্যসেবা গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে মালয়েশিয়া হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিল (MHTC) সফলভাবে মালয়েশিয়া হেলথকেয়ার বাংলাদেশ সপ্তাহ ২০২৫ আয়োজন করেছে।
এ উপলক্ষে গত ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত শিল্প মালিক এবং উভয় দেশের গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে কৌশলগত সম্পৃক্ততা, বিশেষজ্ঞদের নেতৃত্বে আলোচনা এবং নেটওয়ার্কিং সুযোগের ধারাবাহিক আলোচনা হয়। বাংলাদেশের জন্য MHTC-এর অফিসিয়াল অংশীদার আরভিং এভিয়েশন লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মালয়েশিয়া স্বাস্থ্যসেবা সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান। উদ্বোধনী অনুষ্ঠানটি তিনি পরিচালনাও করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হাসপাতাল ও বিশেষজ্ঞদের সমন্বয়ে মালয়েশিয়ার বিশ্বমানের চিকিৎসা সুবিধা তুলে ধরা হয়। এতে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো থেকে বাংলাদেশী রোগীরা কীভাবে উচ্চমানের সেবা নিতে পারে ও সাশ্রয়ী মূল্য পেতে পারে তার গাইডলাইনও দেয়া হয়।
মালয়েশিয়ার দু’টি শীর্ষস্থানীয় হাসপাতাল, Thomson Hospital Kota Damansara ও Institut Jantung Negara (IJN) এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তাদের বিশেষজ্ঞরা কার্ডিওলজি, গাইনোকোলজি ও রেসপাইরেটরি সমস্যাগুলোর উপর আলোচনা করেন। তারা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের চিকিৎসা পরামর্শও দেন।
এছাড়াও, উভয় হাসপাতালের ডাক্তাররা রোগীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন। সেখানেও স্বাস্থ্য সমস্যাস্যার সমাধান দেন ও চিকিৎসার নানা দিক নিয়ে আলোচনা করেন।
এ ব্যাপারে মিডিয়া অনুসন্ধান ও আরো বিস্তারিত জানার জন্য আরভিং গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হোসাইনের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়। তার মোবাইল নম্বর ০১৮৪১০০৬৪৫৩। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা