মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৬৬ অবৈধ অভিবাসী আটক
- আশরাফুল মামুন, মালয়েশিয়া
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৮, আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19690615_169.jpg)
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে ছয় বাংলাদেশীসহ ৬৬জন বিভিন্ন দেশের অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে মালয়েশিয়া অভিবাসন বিভাগ।
মালয়েশিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া অভিযানে দেশটির বানডার বারু বাঙ্গি ও কাজাংয়ের আশেপাশের ১০টি আবাসিক এলাকা থেকে এসব অভিবাসীদের গ্রেফতার করা হয়।
দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘গতকাল রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এই অভিযানে বিদেশী ও স্থানীয়দের সমন্বয়ে ১১০ জনের ডকুমেন্টস চেক করে ৬৬ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে ২৮ জন পুরুষ, ৩০ জন মহিলা এবং একজন ইন্দোনেশিয়ান নারী রয়েছেন।’
শুক্রবার এক বিবৃতিতে জাকারিয়া শাবান বলেন, ‘আমরা অভিযানে ছয়জন বাংলাদেশী এবং একজন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছি।’
তিনি আরো বলেন, ‘জনসাধারণের অভিযোগ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।’
বিবৃতিতে জানানো হয়, দেশটির অভিবাসন আইনের ১৯৫৯/৬৩ (আইন ১৫৫) ধারা ৬ (১) (গ) এবং একই আইনের ধারার ১৫ (১) (গ) অধীনে তদন্ত এবং ১৪ দিনের রিমান্ডসহ পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য তাদের সবাইকে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা